ম্যাক্সওয়েলের জরিমানা


প্রকাশিত: ০৮:৫৮ এএম, ২৬ এপ্রিল ২০১৬

সময়টা ভালো যাচ্ছে না প্রীতি জিনতার দল কিংস ইলেভেন পাঞ্জাবের। আইপিএলের চলতি আসরে সবার শেষে অবস্থান করছে তারা। এরই মধ্যে আরও একটি দুঃসংবাদ তাদের জন্য। আইপিএল কোড অব কন্ডাক্ট ভঙ্গের দায়ে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে দলের বড় তারকা ম্যাক্সওয়েলের। আর আনুষ্ঠানিকভাবে ভর্ৎসনা করে ছেড়ে দেওয়া হয়েছে দলের আরেক তারকা ব্যাটসম্যান শন মার্শকে।   

ম্যাক্সওয়েল ক্রিকেট সরঞ্জাম/পোষাক অবমাননার দায়ে পড়েছেন। তার অপরাধটা বেশি বলে আর্থিক জরিমানা হয়েছে। মার্শের ব্যাপারে ম্যাচ রেফারির মনে হয়েছে তাকে সতর্ক করলেই হবে। তবে তাদের অপরাধের বিস্তারিত জানানো হয়নি।

গত ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ২৫ রানে হেরেছে পাঞ্জাব। এই ম্যাচে পাঞ্জাবের সর্বোচ্চ স্কোরার ম্যাক্সওয়েল। করেছেন ৩৯ বলে ৫৬ রান। আর মার্শ দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ বলে ৪৫ রান করেছেন। কিন্তু মুম্বাইয়ের দেওয়া ১৯০ রানের টার্গেট তাড়া করে দলকে জেতাতে পারেননি তারা। দল ৬ ম্যাচের মাত্র ১টিতে জিতেছে।

এমআর/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।