নেপালের উপর আইসিসির নিষেধাজ্ঞা


প্রকাশিত: ০৮:০৭ এএম, ২৬ এপ্রিল ২০১৬

দেশটির ক্রিকেট বোর্ডের উপর সরকারের হস্তক্ষেপের জের ধরে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপালের (সিএএন) ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে  ইন্টার ন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মঙ্গলবার আইসিসির বোর্ড মিটিংয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

আইসিসি এক বিবৃতিতে জানায়, কোড অব কন্ডাক্টের আর্টিক্যাল ২.৯ লঙ্ঘন করায় সিএএন’র সদস্যপদ স্থগিত করা হয়েছে। এটি (আর্টিকেল ২.৯) ক্রিকেট বোর্ডে সরকারের হস্তক্ষেপ সমর্থন করে না এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন এতে আবশ্যক। আর সরকারের প্রভাবমুক্ত না হওয়া পর্যন্ত সিএএন’র ওপর স্থগিতাদেশ বলবৎ থাকবে। অবশ্য, আইসিসির ইভেন্টে নেপাল জাতীয় দলের অংশগ্রহণে কোনো বাধা থাকছে না।

এর আগে গত বছরের ডিসেম্বরে সিএএন পরিচালনার জন্য অ্যাডহক (বিশেষ) কমিটি গঠন করে নেপালের জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এরপর বির্তকিত বার্ষিক জেনারেল মিটিংয়ে সিএএন’র প্রেসিডেন্ট নির্বাচিত হন চাতুর বাহাদুর চাঁদ। যেখানে অনুপস্থিত থাকেন তৎকালীন প্রেসিডেন্ট তানকা আংবুহাং। পরে বোর্ডের মধ্যে দলাদলির বিষয়ে কোর্টে মামলা দায়ের করে চাতুর বাহাদুরের নেতৃত্বাধীন সিএএন। যা এখনো নিষ্পত্তি হয়নি।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।