বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে হবে না বাংলাদেশকে


প্রকাশিত: ১১:৩৩ এএম, ২৫ এপ্রিল ২০১৬

ওয়ানডে বিশ্বকাপের নিয়মই ছিল টেস্ট খেলুড়ে দেশগুলো সরাসরি খেলবে বিশ্বকাপে। তবে, আইসিসি নতুন নিয়ম প্রবর্তণ করেছে ২০১৫ বিশ্বকাপের সময়ই। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে র‌্যাংকিংয়ে থাকা শীর্ষ ৮ টেস্ট খেলুড়ে দেশ সরাসরি খেলবে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে। বাকি দল দুটিকে খেলতে হবে বাছাই পর্ব। আইসিসি সহযোগি দেশগুলোর সঙ্গে বাছাই পর্ব খেলে উঠে আসতে পারলেই কেবল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে ঠাঁই পাবে তারা।

গত দেড় বছর বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স উপহার দেয়ার কারণে ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ করে নিয়েছে। গত বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে আইসিসি র‌্যাংকিংয়ে সেরা ৮টি স্থানে নিজেদের তুলে আনতে পারার পুরস্কার হিসেবেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবে বাংলাদেশ। কিন্তু, ২০১৯ সালের বিশ্বকাপ? সেখানেও কী তবে সরাসরি খেলতে পারবে বাংলাদেশ! সে জন্য তো ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত থাকতে হবে সেরা আটের মধ্যে।

তবে সুখবর ইতিমধ্যে পেয়ে গেছে বাংলাদেশ। বাৎসরিক পর্যালোচনায় র‌্যাংকিং হালনাগাদ করার কারণে বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯৭ থেকে ১০১। এর ফলে র‌্যাংকিংয়েও দুই ধাপ এগিয়ে এখন ৫ নম্বরে অবস্থান করছে টাইগাররা। আইসিসি সভায় নির্ধারিত র‌্যাংকিংয়ের বিষয়টি নিশ্চিত করে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, ‘২০১৯ বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে হচ্ছে না বাংলাদেশকে।’

র‌্যাংকিংয়ে এখন বাংলাদেশের আগে অবস্থান করছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের পেছনে রয়েছে ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজের মত সুপার পাওয়ারগুলো।

আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।