মুস্তাফিজ এবার ক্রিকইনফোর জনপ্রিয় তালিকায়


প্রকাশিত: ০৯:২০ এএম, ২৫ এপ্রিল ২০১৬

প্রথমবারের মত আইপিএল খেলতে গিয়েই বিস্ময়ের জন্ম দিয়েছেন বাংলাদেশের পেস বোলার মুস্তাফিজুর রহমান। ইতোমধ্যে আইপিএলে নিজের জাত চিনিয়ে ফেলেছেন সাতক্ষীরার এই বাঁহাতি পেসার। আইপিএলের প্রত্যেকটি ম্যাচে উইকেট নেয়ার পাশাপাশি ব্যাটসম্যানদের নাস্তানাবুদ করতেও বেশ পটু তিনি। অথচ এই বোলারকেই এক বছর আগে অনেকেই চিনতো না।

আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে এক বছর পার করা মুস্তাফিজকে জানতে সবাই যেন ব্যতিব্যস্ত হয়ে উঠেছে। অন্তত ক্রিকইনফোর তথ্য সেটাই বলে। গত তিন দিনে ক্রিকইনফোতে ক্রিকেটারদের প্রোফাইল সর্বাধিকবার দেখার তালিকাতে মুস্তাফিজ রয়েছেন দুই নম্বরে।  

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে দুই উইকেট নিয়ে আইপিএল যাত্রা শুরু করেন মুস্তাফিজ। এরপর একে একে কলকাতা নাইট রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ান্স, গুজরাট লায়ন্সের বিপক্ষে একটি করে উইকেট নেয়ার পাশাপাশি বিপক্ষ দলের রানের চাকা আটকে রাখতেও কার্যকরী ভূমিকা পালন করেছিলেন মুস্তাফিজ।

নিজের পঞ্চম ম্যাচ কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে তো সবকিছুকেই ছাড়িয়ে গেলেন। আইপিএলে প্রথমবারের মত ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কারটাও জেতেন। শুধু কি তাই? ৪ ওভার বল করে দুই উইকেট নেয়ার পাশাপাশি দিয়েছিলেন মাত্র ৯ রান। টি-টোয়েন্টির জগতে যেটাকে অবিশ্বাস্য বললেও কম বলা হবে। এতসব কীর্তি গড়ে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন মুস্তাফিজ।

ক্রিকইনফোতে তাকে জানতে ভিড় করছেন শত শত মানুষ। ক্রিকইনফোর গত তিন দিনে ক্রিকেটারদের প্রোফাইল সর্বাধিকবার দেখার তালিকাতে মুস্তাফিজ রয়েছেন দুই নম্বরে। এক নম্বরে দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার তাব্রাইজ সামসি। এই তালিকার তিনে রয়েছেন বিরাট কোহলি। তারপরেই যথাক্রমে রয়েছেন, ক্রুনাল পান্ডিয়া, রাজাগোপাল সাথিশ, লোকেশ রাহুল, ডুয়াইন স্মিথ, কেন রিচার্ডসন, নিখিল নাইক, মুরুগান অশ্বিন।

আরআর/এমআর/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।