এএইচএফ কাপের ফাইনালে চীনকে পেলো বাংলাদেশ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৫০ পিএম, ২২ জুন ২০২৪

চাইনিজ তাইপেকে হারিয়ে এএইচএফ কাপ হকির ফাইনালে উঠে প্রতিপক্ষের অপেক্ষায় ছিল বাংলাদেশের যুবারা। সিঙ্গাপুরে বিকেলে চীন ও থাইল্যান্ডের দ্বিতীয় সেমিফাইনালে চোখ ছিল আমিরুল-রকিবুলদের।

শিরোপা ধরে রাখার লড়াইয়ে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে চীনের যুবাদের। দ্বিতীয় সেমিফাইনালে থাইল্যান্ডকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে চীন।

আগামীকাল রোববার বিকেল ৫টায় বাংলাদেশ-চীন ফাইনাল। জিতলে এটি হবে বাংলাদেশের তৃতীয় শিরোপা। অন্যদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে থাইল্যান্ড ও চাইনিজ তাইপে।

বাংলাদেশ গ্রুপ পর্বে সিঙ্গাপুর, শ্রীলংকা, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়াকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল।

 

আরআই/এমএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।