ইন্দোনেশিয়াকেও উড়িয়ে দিয়েছে বাংলাদেশ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৫৭ পিএম, ২০ জুন ২০২৪

তৃতীয় ম্যাচে থাইল্যান্ডকে ৪-২ গোলে হারিয়ে জুনিয়র এএইচএফ কাপ হকিতে বাংলাদেশ সেমিফাইনালে ওঠার পাশাপাশি জুনিয়র এশিয়া কাপের টিকিটও নিশ্চিত করেছিল। ইন্দোনেশিয়ার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ ছিল আনুষ্ঠানিকতার। বৃহস্পতিবার সেই ম্যাচেও বাংলাদেশ প্রতিপক্ষকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে।

সিঙ্গাপুরে বাংলাদেশ গ্রুপ পর্বের সব ম্যাচ জিতেই শীর্ষে থেকে সেমিফাইনাল খেলবে। ইন্দোনেশিয়ার বিপক্ষে বাংলাদেশ প্রথম কোয়ার্টারেই ম্যাচটি নিজেদের করে নেয় ৪-০ গোলে এগিয়ে গিয়ে। বিরতির পর মাত্র একটি গোল করলে জয়ের ব্যবধান হয় ৫-০।

বাংলাদেশের গোল করেছেন আবদুল্লাহ, মেহরাব, আমিরুল, দ্বীন ইসলাম ও জীবন। গ্রুপের চার ম্যাচে বাংলাদেশ ১৯ গোল করেছে। হজম করেছে ২ গোল।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।