হাসপাতালে কুশল সিলভা


প্রকাশিত: ০৭:৪২ পিএম, ২৪ এপ্রিল ২০১৬

একটি প্রস্তুতি ম্যাচে ফিল্ডিং করার সময় মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন শ্রীলঙ্কান জাতীয় ক্রিকেট দলের ওপেনার কুশল সিলভা। রোববার শ্রীলঙ্কার পাল্লেকেলেতে শর্ট লেগে ফিল্ডিং করার সময় আঘাত পান তিনি।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সূত্র জানায়, রোববারই তার স্ক্যান করানো হয়েছে। তারপরও তাকে উন্নত চিকিৎসা, পর্যবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষার জন্য কলম্বোতে পাঠানো হয়েছে।

দলের টিম ম্যানেজার চরিথ সেনানায়েকে ক্রিকইনফোকে জানান, শর্ট লেগে ফিল্ডিংয়ের সময় মাথায় আঘাত পান কুশল। যদিও এসময় তার মাথায় হেলমেটের সঙ্গে অতিরিক্ত প্যাডও পরিহিত ছিল।

শ্রীলঙ্কার হয়ে ২৪টি টেস্ট ম্যাচ খেলেছেন এই ওপেনার। ৩১ গড়ে করেছেন ১৪০৪ রান। আগামী মাসে ইংল্যান্ড সফরে যাবে শ্রীলঙ্কা। ১৯ মে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে।

উল্লেখ্য, এর আগে ২০১৪ সালে নভেম্বরে অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিল হিউজেজ মাথায় বলের আঘাত পেয়ে মৃত্যুবরণ করেন।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।