থাইল্যান্ডকে হারিয়ে এশিয়া কাপে হকির যুবারা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৪৫ পিএম, ১৯ জুন ২০২৪

এএইচএফ কাপে টানা তিন ম্যাচ জিতে জুনিয়র এশিয়া কাপ হকিতে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। বুধবার সিঙ্গাপুরে গ্রুপের তিন নম্বর ম্যাচে বাংলাদেশ পিছিয়ে পড়েও থাইল্যান্ডকে হারিয়েছে ৪-২ গোলে। এই জয়ে বাংলাদেশ টুর্নামেন্টের সেমিফাইনালের পাশাপাশি জুনিয়র এশিয়া কাপে খেলা নিশ্চিত করেছে।

বাংলাদেশ আগের দুই ম্যাচে সিঙ্গাপুরকে ৭-০ ও শ্রীলংকাকে ৫-০ গোলে হারিয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছিল। থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ১১ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়ে। তবে ম্যাচে ফিরতে বেশি সময় নেয়নি লাল-সবুজ জার্সিধারী যুবারা। ১৫ মিনিটে গোল করে সমতা আনেন মোহাম্মদ আবদুল্লাহ।

২৬, ৪০ ও ৪৮ মিনিটে তিন গোল করে বাংলাদেশ লিড নেয় ৪-১ এ। গোল করেন শরিফ, ইসলাম ও হোসাইন। ৫৬ মিনিটে থাইল্যান্ড দ্বিতীয় গোল করে ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি।

বাংলাদেশের শেষ ম্যাচ বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার বিপক্ষে। এই টুর্নামেন্টের শীর্ষ ৫ দল খেলবে জুনিয়র এশিয়া কাপে।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।