ইউনিস কাণ্ডে তোলপাড় পাকিস্তান ক্রিকেট


প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ২৪ এপ্রিল ২০১৬

এটাকে তাহলে কী বলা হবে? ইউনিস খানের বিরল কীর্তি! না না, ব্যাট হাতে নয়। আচরণে। পাকিস্তানের জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্টে আম্পয়ারদের প্রতি বিরুক্ত হয়ে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালেন ইউনিস খান। ম্যাচ রেফারি আজিজ হেরমান শৃঙ্খলাভঙ্গের দায়ে ইউনিসকে জরিমানা ও তলব করেছিলেন। সেই রাগে টুর্নামেন্টেই বয়কট করে বসলেন খাইবার পাখতুন খাওয়া (কেপিকে)- দলের অধিনায়ক ইউনিস।

বিতর্কের সূত্রপাত মিসবার দল ইসলামাবাদের বিরুদ্ধে ম্যাচে এলবিডব্লিউ আউট না দেওয়াকে কেন্দ্র করে। ইউনিসের দাবি ইচ্ছাকৃতভাবে আম্পয়ার এলবিডব্লিউ- আউট দেননি। অন্যদিকে, ম্যাচ রেফারি বলেন, আচরণ ঠিক ছিল না ইউনিসের। সেই অপরাধে ম্যাচ পারিশ্রমিকের পুরোটাই কাটা চলে যায় পাকিস্তানের সাবেক এই অধিনায়কের।

ইউনিস খান বলছেন, `তার মানসম্মান বেচে তিনি খেলতে চান না। আম্পয়াররা যা করছেন তাতে পাকিস্তান ওয়ানডে কাপে খেলার কোনও প্রশ্নই ওঠে না।` পাকিস্তান ওয়ানডে কাপে সবচেয়ে বেশি রান ইউনিসেরই।

ইউনিসের এমন প্রতিবাদে বিরক্ত পাকিস্তান ক্রিকেটমহল। এমনিতেই আন্তর্জাতিক ক্রিকেট দীর্ঘদিন ধরেই পাকিস্তানে হচ্ছে না (জিম্বাবুয়ে সিরিজ বাদে)। এরমধ্যে সিনিয়র-তারকা ক্রিকেটারের টুর্নামেন্ট বয়কট আদতে পাকিস্তান ক্রিকেটরই ক্ষতি করবে বলে মত সাবেক পাক ক্রিকেটারদের। অনেকেই বলছেন, ইউনিসের এই আচরণ অনভিজ্ঞতার পরিচয়, যা এক সিনিয়র ক্রিকেটারের কাছে চরম অন্যায়ের। পাকিস্তান ওয়ানডে কাপ থেকে এ ভাবে সরে দাঁড়ানোয় বড় শাস্তির মুখে পড়তে পারেন ইউনিস।

আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।