পিছিয়ে পড়েও হংকংকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:৪৮ পিএম, ১৬ জুন ২০২৪

সিঙ্গাপুরে চলমান এএইচএফ জুনিয়র হকিতে আরো একটি দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। থাইল্যান্ডকে হারিয়ে টুর্নামেন্টে শুরু করেছিল বাংলাদেশ। রোববার দ্বিতীয় ম্যাচে ২-১ গোলে হারিয়েছে হংকংকে।

১৩ মিনিটে গোল করে লিড নিয়েছিল হংকং। ম্যাচে ফিরেই বিরতিতে যান কনা, আইরিনরা। ২৯ মিনিটে ফিল্ড গোল করে ম্যাচ ১-১ করেন রিনা আইরিন। ৫২ মিনিটে কনা আক্তার গোল করলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় বাংলাদেশের। ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে রিমন শারিকার হাতে। 

রোববার ছেলেদের বিভাগে বাংলাদেশ ৭-০ গোলে সিঙ্গাপুরকে হারিয়ে টুর্নামেন্টে শূভ সূচনা করেছে। বাংলাদেশের মেয়েরা পরের ম্যাচ খেলবে মঙ্গলবার শ্রীলংকার বিপক্ষে।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।