হায়দারাবাদকে ১৪৪ রানের লক্ষ্য দিল পাঞ্জাব


প্রকাশিত: ০৪:১১ পিএম, ২৩ এপ্রিল ২০১৬

দুর্দান্ত বোলিং করলো সানরাইজার্স হায়দারাবাদ। রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী কিংস ইলেভেন পাঞ্জাবকে টস জিতে ব্যাট করতে পাছিয়েছিল সানরাইজার্স। এরপর বোলারদের দুর্দান্ত বোলিংয়ে প্রীতি জিনতার দলকে বেধে রাখলো মাত্র ১৪৩ রানে। এবারের আইপিএলে তৃতীয় জয় পেতে হলে সানরাইজার্স হায়দারাবাদকে করতে হবে ১৪৪ রান।

অসাধারণ বোলিংটা করেছেন মূলত মুস্তাফিজুর রহমান। এত কৃপণ বোলার আইপিএলে এখনও পর্যন্ত দেখা যায়নি। ৪ ওভার বল করে দিয়েছেন মাত্র ৯ রান। উইকেট নিয়েছেন দুটি। রান বেধে রাখার ক্ষেত্রে অসাধারণ ভূমিকা রেখেছেন বাংলাদেশের নিউ পেস সেনসেশন।

টস হেরে ব্যাট করতে নেমে সানরাইজার্সের বোলারদের সামনে শুরুতেই বিপদে পড়ে কিংস ইলেভেন পাঞ্জাব। ওপেনার মুরালি বিজয় ফেরেন ২ রান করে। মনে ম্যানন ভোরা এবং শন মার্শ কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন। ভোরা করেন ২৫ রান। ২৩ বল খেলেন তিনি।

৩৪ বলে ৪০ রান করেন শন মার্শ। ২২ রান করেন নিখিল নায়েক। ১৭ বলে ৩৬ রান করেন অক্ষর প্যাটেল। শেষ মুহূর্তে এত বিধ্বংসী হয়েছিলেন প্যাটেল। কিন্তু মুস্তাফিজের কাছ থেকে রান নিতে পারলেন না। প্রথম ওভার মেডেন দিয়েছিলেন তিনি। পরের দুই ওভারে দেন মাত্র ২ রান। এরপর শেষ ওভারে দেন ৬ রান। ৪ ওভারে মোট ৯ রান।



আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।