মুম্বাইকে ১০ রানে হারাল দিল্লি


প্রকাশিত: ০২:১৮ পিএম, ২৩ এপ্রিল ২০১৬

১৬৫ রানের লক্ষ্যও পার হতে পারলো না মুম্বাই ইন্ডিয়ান্স। স্বাগতিক দিল্লি ডেয়ারডেভিলসের কাছে ১০ রানের ব্যবধানে হার মানতে হলো বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাইকে। ১৬৫ রানের লক্ষ্যে খেলতে নেমে মুম্বাই থেমে গেলো ৭ উইকেটে ১৫৪ রানে।

টস হেরে ব্যাট করতে নেমে মুম্বাইর সামনে ১৬৪ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল দিল্লি ডেয়ারডেভিলস। জয়ের জন্য ১৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রোহিত শর্মার ৬৫ রান সত্ত্বেও ১৫৪ রানের বেশি আর যেতে পারলো না মুম্বাই। এ নিয়ে ৬ ম্যাচের চারটিতেই হারলো মুম্বাই। আর ৪ ম্যাচের ৩টিতেই জিতলো দিল্লি ডেয়ারডেভিলস।

দিল্লির বোলারদের সাঁড়াসি আক্রমণের মুখে রান তোলার গতিই মন্থর হয়ে যায় রোহিত শর্মা রানআউট হওয়ার পর। রোহিত ৪৮ বলে ৭ বাউন্ডারি আর ১ ছক্কায় করেন ৬৫। ৩৬ রান করে রানআউট হয়ে যান হার্দিক পান্ডিয়া। ২৫ রান করেন আম্বাতি রাইডু। ১৯ রান করেন কিয়েরণ পোলার্ড।

দিল্লির হয়ে ২ উইকেট নেন অমিত মিশ্র আর ১টি করে উইকেট নেন জহির খান ও ক্রিস মরিস। বাকি ৩টি হলো রানআউট।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে সাঞ্জু স্যামসনের ৬০ এবং জেপি ডুমিনির অপরাজিত ৪৯ রানের ওপর ভর করে ১৬৪ রান করে দিল্লি ডেয়ারডেভিলস।

আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।