এবার মুস্তাফিজের মুখোমুখি পাঞ্জাব


প্রকাশিত: ১২:২৮ পিএম, ২৩ এপ্রিল ২০১৬

প্রথম দুই ম্যাচে হার। তবে সানরাইজার্স হায়দারাবাদ হারলেও দুর্দান্ত পারফরমার ছিলেন মুস্তাফিজুর রহমান। পরের দুই ম্যাচে আবার টানা জয় নিয়ে কক্ষপথে ফিরে এসেছে মুস্তাফিজের দল। আজ নিজেদের পঞ্চম ম্যাচে বলিউড কুইন প্রীতি জিনতার দলের মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দারাবাদ।

নিজেদের মাঠেই কিংস ইলেভেন পাঞ্জাবকে স্বাগত জানাবে সানরাইজার্স। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে সনি সিক্স এবং ইএসপিএন।

এখনও পর্যন্ত ৪ ম্যাচ খেলেছে কিংস ইলেভেন পাঞ্জাব। এই চার ম্যাচের মধ্যে মাত্র ১টিতে জিততে পেরেছে প্রীতি জিনতার দল। অপরদিকে চার ম্যাচের দুটিতে জিতেছে সানরাইজার্স হায়দারাবাদ। যদিও এর আগে নিজেদের মাঠে দুটি ম্যাচেই হেরেছিল মুস্তাফিজের দল।

তবে সানরাইজার্সের জন্য সবচেয়ে ইতিবাচক দিক হলো তাদের দুই ওপেনার অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং শিখর ধাওয়ান দু`জনই ফিরেছেন ফর্মে। আগের ম্যাচে গুজরাট লায়ন্সের বিপক্ষে এই দু`জনের ব্যাটে চড়ে ১০ উইকেটের বিশাল জয় পেয়েছে সানরাইজার্স। ওই ম্যাচে আবার সানরাইজার্সের বোলাররা খেলেছে দারুন। মুস্তাফিজের সঙ্গে অন্য বোলাররাও ভালো বল করেছিলেন। ফলে মাত্র ১৩৫ রান সংগ্রহ করতে পেরেছিল গুজরাট।

সানরাইজার্সের হয়ে এখনও পর্যন্ত ৪ ম্যাচ খেলে ৫ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। সর্বশেষ গুজরাটের বিপক্ষে ৪ ওভারে দিয়েছেন মাত্র ১৯ রান। উইকেট নিয়েছেন একটি। বোল্ড করেছিলেন রবীন্দ্র জাদেজাকে।

আজ কী করবেন মুস্তাফিজ। জানার আমন্ত্রণ রইলো। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।