প্রথম বছরেই মুস্তাফিজের যত রেকর্ড


প্রকাশিত: ০৬:২৩ এএম, ২৩ এপ্রিল ২০১৬

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই বল হাতে ক্রিকেট বিশ্বকে চমকে দিচ্ছে বাংলাদেশের বোলিং বিস্ময় মুস্তাফিজুর রহমান। অফ কার্টার, অন কার্টারের সঙ্গে স্লোয়ার, ইয়র্কার দিয়ে ব্যাটসম্যানদের রাতের ঘুম কেড়ে নিচ্ছেন বাংলাদেশ দলের নতুন পেস সেনসেশন। তার বিপক্ষে ব্যাটিং করতে মাঠে নামার সময় বুক ধুরু ধুরু করে বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানদের। অভিষেকের পর থেকেই নিজের নামের পাশে গড়ে নিয়েছেন একের পর এক রেকর্ড।

এক নজরে দেখে নেওয়া যাক মুস্তাফিজের সকল রেকর্ডসমূহ :

  • ওয়ানডে সিরিজে অভিষেকে সর্বোচ্চ উইকেট নেওয়ার যৌথ বিশ্ব রেকর্ড
  • ৩ ম্যাচের সিরিজে অভিষেকে সর্বোচ্চ উইকেট নেওয়ার একক বিশ্ব রেকর্ড
  • ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে সর্বোচ্চ উইকেট নেওয়ার একক বিশ্ব রেকর্ড
  • ব্রায়ান ভিটোরির পর ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় বোলার হিসেবে ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচেই ইনিংসে ৫ উইকেট
  • প্রথম দুই ম্যাচে ১১ উইকেট। ক্যারিয়ারের প্রথম দুই ওয়ানডেতে এটাই সর্বোচ্চ, ভিটোরির ছিল ১০ উইকেট
  • আন্তর্জাতিক টি টেয়েন্টিতে সবচেয়ে মিতব্যয়ী বোলিংয়ের রেকর্ডও মুস্তাফিজের ঝুলিতে।
  • মাশরাফি-রুবেলের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে ইনিংসে ৬ উইকেট।
  • প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টি টোয়েন্টিতে ৫ উইকেট , প্রথম বাংলাদেশি হিসেবে ইডেন গার্ডেনে ৫ উইকেট।
  • সবচেয়ে কম বয়সী বোলার হিসেবে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ৫ উইকেট , প্রতিপক্ষ নিউজিল্যান্ড।
  • বিশ্বের একমাত্র বোলার হিসেবে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এক ইনিংসে ৪ জন ব্যাটসম্যানকে বোল্ড করছেন।
  • বিশ্বের এক মাত্র ক্রিকেটার হিসেবে অভিষেকেই টেস্ট ও ওয়ানডেতে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন।
  • প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসির বর্ষসেরা একাদশে ঠাই পেয়েছেন ( অভিষেকে এমন কীর্তি এই প্রথম)

এমআর/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।