আদালতে গেলো মুম্বাই-মহারাষ্ট্রও


প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ২২ এপ্রিল ২০১৬

আদালতের দ্বারস্থ হলো মুম্বাই ইন্ডিয়ান্স এবং মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনও। মুম্বাই হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে ভারতের প্রভাবশালী এই দুটি ক্রিকেট সংস্থা এবার গেলো সুপ্রিম কোর্টে। মুম্বাই হাইকোর্ট নির্দেশ দিয়েছে, ৩০ এপ্রিলের পর আইপিএলের সব ম্যাচ মহারাষ্ট্র থেকে সরিয়ে ফেলতে হবে।

সর্বপ্রথম মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের আবেদন আমলে নিয়ে শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ এপ্রিল। বিচারপতি দীপক মিশ্র এবং শিভা কীর্তি সিংয়ের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই শুনানি অনুষ্ঠিত হবে। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন তাদের আবেদনে বলেছে, আমরা উইকেট তৈরীতে মানুষের ব্যবহার উপযোগি কোন পানি ব্যবহার করবো না। আমরা ব্যবহার করবো নর্দমার পানি।

মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি উনমেশ খানভিরকর ইএসপিএন ক্রিকইনফোকে বলেন, আমরা উভয় সংস্থাই আলাদা পিটিশন দায়ের করেছি। তবে আমাদের দু`পক্ষেরই উদ্দেশ্য এক। কারণ, মহরাষ্ট্র থেকে আইপিএলের ভেন্যু সরে গেলে আমরা বিরাট রাজস্ব আয় থেকে বঞ্চিত হবো এবং অনেক বড় ক্ষতির সম্মুখিন হবো।`

কিসের ভিত্তিতে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করেছে এই দুই ক্রিকেট অ্যাসোসিয়েশন? সে কথা বলতে গিয়ে তিনি বলেন, `পানি ব্যবহারের বিষয়টা ক্লিয়ার করেই তবে আদালতে আবেদন পেশ করেছি যে, আমরা উইকেট তৈরীতে নর্দমার পানিই ব্যবহার করবো। এমনকি আইপিএলের পর মাঠের ঘাস ঠিক রাখার জন্যও আমরা একই পানি ব্যবহার করবো বলে জানিয়েছি।`

আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।