টস জিতে ফিল্ডিংয়ে পুনে


প্রকাশিত: ০২:৩১ পিএম, ২২ এপ্রিল ২০১৬

টানা চারম্যাচে টস হারলেন বিরাট কোহলি। পুনের মহরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে খেলতে গিয়ে ধোনির কাছে টস হেরে ব্যাট করার আমন্ত্রণ পেলেন কোহলি।

এ নিয়ে টানা চার ম্যাচেই প্রথমে ব্যাট করতে নামছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচ ক্রিস গেইলকে ছাড়া খেলতে নামছে কোহলির দল।

টস জয়ের পর মহেন্দ্র সিং ধোনি বলেন, রান তাড়া করতে নামলেই জয়, এই ধারনাটা আজকাল পরিবর্তণ হয়ে গেছে। তবে, আমি মনে করি, সম্ভবত আজ আমরা রান তাড়া করলেই ভালো হবে। এ কারণেই শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছি। আর শিশির অবশ্যই একটা ফ্যাক্টর।

রাইজিং পুনে সুপার জায়ান্টস
বিরাট কোহলি, লোকেশ রাহুল, এবি ডি ভিলিয়ার্স, মানদ্বীপ সিং, শেন ওয়াটসন, সরফরাজ খান, স্টুয়ার্ট বিনি, হার্শাল প্যাটেল, কেন রিচার্ডসন, তাবরিজ শামসি, ইকবাল আবদুল্লাহ।

রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু
আজিঙ্কা রাহানে, ফ্যাফ ডু প্লেসিস, কেভিন পিটারসেন, স্টিভেন স্মিথ, মহেন্দ্র সিং ধোনি, থিসারা পেরেরা, রজত ভাটিয়া, রবিচন্দ্র অশ্বিন, অঙ্কিত শর্মা, মুরুগান অশ্বিন, ইশান্ত শর্মা।

আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।