মুস্তাফিজের কাছ থেকে স্লোয়ার শিখছেন ভুবেনেশ্বর


প্রকাশিত: ০৫:০১ এএম, ২২ এপ্রিল ২০১৬

অভিষেকের পর থেকে অফ কার্টার, অন কার্টারের সঙ্গে স্লোয়ার, ইয়র্কার দিয়ে ব্যাটসম্যানদের রাতের ঘুম কেড়ে নিচ্ছেন বাংলাদেশ দলের নতুন পেস সেনসেশন মুস্তাফিজুর রহমান। এবার তার কাছ থেকেই স্লোয়ার শিখছেন ভারতের তারকা বোলার ভুবেনেশ্বর কুমার। বৃহস্পতিবার গুজরাট লায়ন্সের বিপক্ষে ম্যাচসেরার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়ে এ কথা বলেন ভুবেনেশ্বর।

এ নিয়ে ভুবেনেশ্বর বলেন, মুস্তাফিজের সঙ্গে বোলিং করতে পারাটা  অসাধারণ। আমি তার স্লোয়ার শেখার চেষ্টা করছি। সে যেভাবে বল করতে পারে, অন্যরা সেটা পারে না।

এদিকে নিজের তৃতীয় ম্যাচে বল হাতে চার ওভারে মাত্র ১৯ রান দিয়ে এক উইকেট নেন মুস্তাফিজ। এমন পারফরম্যান্সের রীতিমত মুগ্ধ টিম ইন্ডিয়ার অন্যতম সেরা এই বোলিং অস্ত্র। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা চাপের মধ্যে ছিলাম। কিন্তু  চাপের মধ্যে স্লোয়ারগুলো খুব কাজ করেছে মুস্তাফিজের। এটা আমাদের জন্য দারুণ কিছু বয়ে এনেছে।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।