সাকিবের ব্যাপারে পরবর্তী বোর্ড সভায় সিদ্ধান্ত


প্রকাশিত: ০৮:৫৯ এএম, ২০ জুলাই ২০১৪

সাকিবের বিরুদ্ধে শাস্তি কমানো বা না কমানোর ব্যাপারে পরবর্তী বোর্ড সভায়  সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবির ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন সুজন।

রোববার দুপুরে বাংলাদেশ ক্রিক্রেট বোর্ড অফিসে গিয়ে শাস্তি কমানোর জন্য আবেদন করেন সাকিব আল হাসান। এর পর বিসিবির ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন সুজন এ কথা জানান।

তিনি বলেন, শৃঙ্খলা ভঙ্গের জন্য বোর্ড যে শাস্তি দিয়েছে তার জন্য সাকিবের আবেদন করার সুযোগ ছিল। তিনি বাংলাদেশ ক্রিক্রেট অপারেশন্স কমিটির সঙ্গে আলোচনা করে আজ (রোববার) আপিলের আবেদন জমা দিয়েছেন। তবে এ ব্যাপারে পরবর্তী বোর্ড সভায়  সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, শৃঙ্খলা ভঙ্গের দায়ে আগামী ছয় মাসের জন্য সব ধরনের ক্রিক্রেট থেকে সাকিবকে নিষিদ্ধ করেছে বিসিবি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।