ক্রিকেটে যোগ হচ্ছে পয়েন্ট পদ্ধতি


প্রকাশিত: ০৫:৩৮ এএম, ২১ এপ্রিল ২০১৬

ক্রিকেটের প্রতিটি ম্যাচকে আরও রোমাঞ্চকর করে তুলতে সিরিজ জয়ের ক্ষেত্রে যোগ হচ্ছে পয়েন্ট ভিত্তিক পদ্ধতিটি।  টেস্ট জিতলে জয়ী দলের খাতায় যোগ হবে চার পয়েন্ট। আর টি-টুয়েন্টি ও ওয়ানডের ক্ষেত্রে দুই পয়েন্ট। টেস্টে ফলাফল অমীমাংসিত হলে দুই দল দুই পয়েন্ট করে ভাগাভাগি করে নেবে।  সব খেলা শেষে যাদের পয়েন্ট সবচেয়ে বেশি হবে তারাই হবে চূড়ান্ত বিজয়ী।

আসন্ন শ্রীলঙ্কা-ইংল্যান্ড সিরিজে নতুন এক পদ্ধতি আনতে চাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। এ ব্যাপারে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডকে প্রস্তাব দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।  তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো ধরণের আলোচনা হয়নি বলে জানান বোর্ড সচিব মোহন ডি সিল্ভা। তাই এখন পর্যন্ত কোনো ধরণের সিদ্ধান্ত নেয়নি শ্রীলঙ্কা। ২০১৩ সালে নারী দলের অ্যাশেজ সিরিজে পয়েন্টভিত্তিক পদ্ধতি চালু করেছিল ইংল্যান্ড। তবে তখন প্রতি টেস্ট জয়ের জন্য ৬ পয়েন্ট বরাদ্দ ছিল।

ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কা ইংল্যান্ডের বিপক্ষে তিন টেস্ট, পাঁচটি আন্তর্জাতিক ওয়ানডে ও দুইটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে। ১৯ মে শুরু হবে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার লড়াই।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।