বাংলাদেশে খেলতে আসছে না পাকিস্তান, আসছে উগান্ডা
চলতি মাসেই শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা ছিল শক্তিশালী পাকিস্তানের। এ দলটিকে নিয়েই চূড়ান্তভাবে ১২ দলের নাম ঘোষণা করেছিল বাংলাদেশ কাবাডি ফেডারেশন। কিন্তু পাকিস্তান এই টুর্নামেন্টে অংশ নিতে পারবে না বলে বাংলাদেশ কাবাডি ফেডারেশনকে জানিয়ে দিয়েছে। বিকল্প হিসেবে টুর্নামেন্টে যোগ হচ্ছে আফ্রিকার দেশ উগান্ডা।
পাকিস্তান নাম প্রত্যাহার করে নিয়েছে ভিসা জটিলতার কারণে। টুর্নামেন্টকে আরও প্রতিদ্বন্দ্বিতামূলক করতেই এশিয়ার এ দেশটিকে আনার উদ্যোগ নিয়েছিল ফেডারেশন। আগামী ২৬ মে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হবে জাতির পিতার নামের এই আন্তর্জাতিক কাবাডি প্রতিযোগিতা। শেষ হবে ৪ জুন। গত তিনবারই বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশ আয়োজিত এই টুর্নামেন্ট আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের সূচিতেও অন্তর্ভুক্ত হয়েছে।
এবারের আসরে স্বাগতিক বাংলাদেশের সঙ্গে খেলবে ইরাক, নেপাল, শ্রীলঙ্কা, উগান্ডা, মালয়েশিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জাপান, ইন্দোনেশিয়া, পোল্যান্ড ও কেনিয়া।
বাংলাদেশ আয়োজিত এই টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশ নেবে উগান্ডা ও সর্বশেষ বিশ্বকাপের সেমিফাইনাল খেলা দক্ষিণ কোরিয়া, জাপান ও থাইল্যান্ড।
আরআই/এমএইচ/এমএস