রায়না-মুস্তাফিজদের সম্ভাব্য একাদশ


প্রকাশিত: ০৯:২৬ পিএম, ২০ এপ্রিল ২০১৬

আইপিএলের নবম আসরে নিজেদের চতুর্থ ম্যাচে বৃহস্পতিবার মাঠে নামছে টাইগার মুস্তাফিজুর রহমানের দল সানরাইজার্স হায়দারাবাদ এবং সুরেশ রায়নার দল গুজরাট লায়ন্স। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।

টুর্নামেন্টে এখন পর্যন্ত সফল দল গুজরাট। তিন ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে তারা। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান তাদের। অপরদিকে তিন ম্যাচ খেলে মাত্র একটিতে জয় হায়দারাবাদের। পয়েন্ট টেবিলে অবস্থান ৭ নম্বরে।

অবশ্য নিজেদের শেষ ম্যাচে ঠিকই ঘুড়ে দাঁড়িয়েছে হায়দারাবাদ। গুজরাটের বিপক্ষেও জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চায় মুস্তাফিজের হায়দারাবাদ। এ ম্যাচে হায়দারাবাদের অন্যতম বোলিং ভরসা হয়ে উঠতে পারেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান।

গুজরাটের বিপক্ষে ম্যাচে মুস্তাফিজের হায়দারাবাদ দল মাঠে নামতে পারে আগের ম্যাচের একাদশ নিয়েই। চলুন দেখে নেয়া যাক গুজরাট লায়ন্সের বিপক্ষে সানরাইজার্স হায়দারাবাদের সম্ভাব্য একাদশটি।


সানরাইজার্স হায়দারাবাদ (সম্ভাব্য) একাদশ: শিখর ধাওয়ান, ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ময়েসেস হেনরিকস, দীপক হুদা, ইয়ন মরগান, নামান ওঝা, বিপুল শর্মা, আশীষ রেড্ডি, ভুবনেশ্বর কুমার, মুস্তাফিজুর রহমান ও বারিন্দার স্রান।

গুজরাট লায়ন্স (সম্ভাব্য) একাদশ: অ্যারোন ফিঞ্চ, ব্রেন্ডন ম্যাককালাম, সুরেশ রায়না (অধিনায়ক), দিনেশ কার্তিক, ডোয়াইন ব্রাভো, অক্ষদ্বীপ নাথ, জেমস ফকনার, প্রবীণ কুমার ও ধাওয়ান কুলকারনি।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।