আবাহনীকে চ্যাম্পিয়ন করানোই তামিমের লক্ষ্য


প্রকাশিত: ০৯:৪৭ এএম, ২০ এপ্রিল ২০১৬

আইকন ক্রিকেটারদের ভেতর অনেকের পছন্দের তালিকায় ছিলেন তামিম। কিন্তু সুযোগ পেয়েই তাকে দলে নিয়ে নেয় শিরোপা প্রত্যাশী আবাহনী। টি-টোয়েন্টি বিশ্বকাপে এক সেঞ্চুরি করার পর আবারো মাঠে নেমে সেঞ্চুরি করলেন এই ড্যাশিং ওপেনার।

২৩ দিনের লম্বা বিরতির পর মঙ্গলবার প্রস্তুতি ম্যাচে মাঠে নামেন তামিম। আর নেমেই অনবদ্য এক সেঞ্চুরি করে দলের জয়ে ভূমিকা রাখেন আবাহনীর এই ক্রিকেটার। ৯০ বলে ১৩৯ রানের বিধ্বংসী ইনিংস খেলে শুভাগত হোমের বলে আউট হন। তার ইনিংসে ছিল ১৮টি চার এবং পাঁচটি ছক্কা। আবাহনী ৩২৩ রানের বিশাল টার্গেট দিলে ১০ বল হাতে থাকতেই  ২৪৭ রানে অলআউট হয়ে যায় প্রাইম ব্যাংক।

দলকে জেতানোর পাশাপাশি এবার তামিমের স্বপ্ন আবাহনীকে চ্যাম্পিয়ন করা। গতকাল ম্যাচ শেষে তামিম বলেন, ‘আজ (কাল) যেমন ব্যাটিং করেছি, পুরো টুর্নামেন্টে এভাবে ব্যাট করতে চাই। আবাহনী আমাকে যে কারণে দলে নিয়েছে, আমি চেষ্টা করব তাদের আস্থার প্রতিদান দিতে। আর সেটা পারলেই ভাবব, আমি সফল হয়েছি।’

টুর্নামেন্ট শুরুর আগেই সেঞ্চুরি করে নিজের আত্মবিশ্বাসকেও ঝালিয়ে নিয়েছেন তামিম। তিনি বলেন, ‘আজকের (কাল) ব্যাটিং টুর্নামেন্টের আগে আত্মবিশ্বাস জোগাবে। পুরো টুর্নামেন্টে এমন ব্যাটিং করে যেতে চাই।’

অন্যান্য দলগুলোর থেকে এবার শক্তিশালী দল গড়েছে আবাহনী। সাকিব-তামিম ছাড়াও রয়েছে তাসকিন-লিটন-মোসাদ্দেকের মত ক্রিকেটাররা। প্রতিটা ক্ষেত্রেই ভালো মানের ক্রিকেটার থাকায় এই দল নিয়ে আশাবাদী তামিম। তামিম ইকবালও মনে করেন, সব মিলিয়ে চ্যাম্পিয়ন হওয়ার জন্য আদর্শ একটি দল আবাহনী। তিনি বলেন, ‘দলটা খুব চমৎকার হয়েছে। সব ধরনের কম্বিনেশন দাঁড় করানো যাবে। আমরা সবাই মিলে আবাহনীকে চ্যাম্পিয়ন করতে পারব।’ তবে চ্যাম্পিয়ন হতে হলে মাঠেই পারফরম্যান্স করতে হবে বলেও জানালেন তামিম। সাকিব আল হাসানের সঙ্গে আবার একই ক্লাবে খেলতে পেরে খুশি তামিম। তিনি বলেন, ‘দুজনে আবার একই সঙ্গে খেলার সুযোগ পাচ্ছি- এটা অবশ্যই ভালো দিক। যখন আইপিএল শেষ হবে, তখন হয়তো আমরা তাকে পাব।’

অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে তরুণ ক্রিকেটারদের উজ্জীবিত করাও তার দায়িত্ব বলে মনে করছেন এ ওপেনার। তামিম বলেন, ‘তরুণ যেসব খেলোয়াড় আছে, তাদের মোটিভেশন করাটা এখানে গুরুত্বপূর্ণ। অনেকে জাতীয় দলের সুযোগের অপেক্ষায় আছে। তারাও এখানে ভালো খেলতে পারলে সুযোগ তৈরি হতে পারে। আমার বিশ্বাস, তারা এ চ্যালেঞ্জ নেয়ার জন্য প্রস্তুত।’

আরআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।