আলফা নিয়ে আসছেন নাসির উদ্দীন ইউসুফ


প্রকাশিত: ০৩:৩৮ এএম, ২০ ডিসেম্বর ২০১৪

প্রায় চার বছর বিরতির পর অাবারও ছবি নির্মাণ করতে যাচ্ছেন নাসির উদ্দীন ইউসুফ। নতুন ছবির নাম `আলফা`। আগের দুটি সিনেমা মুক্তিযুদ্ধভিত্তিক হলেও এর গল্প হিসেবে তিনি বেছে নিয়েছেন তৃতীয় বিশ্বের প্রেক্ষপট। আলফা নামের এক ব্যক্তিকে নিয়ে কাহিনী অাবর্তিত হয়েছে। পরিচালনার পাশাপাশি এর গল্পও লিখেছেন তিনি নিজে।

জানা গেছে, ছবিটির প্রাথমিক কাজ শুরু হয়েছে প্রায় ১১ মাস আগে। অার আগামী ২০ ডিসেম্বর থেকে শুরু হবে দৃশ্যধারণ।

নাসির উদ্দীন ইউসুফ বলেন, `ছবিটিতে তৃতীয় বিশ্বের একটি মানুষ আলফা। যে তার অস্তিত্ব সংকটে ভুগছে। মূলত এটিই আমার গল্পের উপজীব্য। অার বলতে পারেন এটি অনেকটা নিরীক্ষাধর্মী কাজ। ছবিতে অভিনয় করবেন নবীন শিল্পীরা।`

তিনি অারও জানান, অাগামী ২৩ ডিসেম্বর সংবাদ সম্মেলন করে ছবিটি সম্পর্কে অারও বিস্তারিত জানাবেন। বরেণ্য এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব ১৯৯৩ সালে `একাত্তরের যীশু` এবং ২০১১ সালে `গেরিলা` নির্মাণ করেন। দুটি ছবিই বিভিন্ন শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।