ডিপিএলে দেশি আম্পায়ারেই আস্থা রাখছে বিসিবি


প্রকাশিত: ০২:৩৬ পিএম, ১৯ এপ্রিল ২০১৬

আগামী ২২ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। এবারের লিগে আম্পায়ারের দায়িত্ব পালন করতে বিদেশীদের আনার গুঞ্জন উঠেছিল। তবে সে গুঞ্জনে পানি ঢেলে দিয়েছেন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশের (সিসিসডিএম) কোঅর্ডিনেটর আমিন খান। সরাসরি জানিয়ে দিয়েছেন দেশি আম্পায়ার দিয়ে পরিচালিত হবে ঢাকা প্রিমিয়ার লিগ।

মঙ্গলবার বিসিবি কার্যালয়ে সিসিডিএমের সভা শেষে আমিন খান বলেন, ‘আমাদের দেশের আম্পায়াররা অনেক ভালো। তো আমরা বিদেশী আম্পায়ার নিয়ে কেন চিন্তা করবো? আমাদের দেশীয় আম্পায়ররাই এবারের লিগ পরিচালনা করবে।’

এবার প্রথমবারের মত প্রিমিয়ার লিগের সুপার লিগে অনুষ্ঠিত হবে ডে-নাইট ম্যাচ এবং এ ম্যাচগুলো টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করার কথাও রয়েছে। তবে এখন পর্যন্ত তা চূড়ান্ত হয়নি।

‘সুপার লিগের ম্যাচগুলো সম্প্রচার নিয়ে এখন পর্যন্ত আলোচনা চলছে। চূড়ান্ত এখনো হয়নি। তবে আশা করছি খুব শীঘ্রই হয়ে যাবে। লিগ শুরু আগেই ইনশাল্লাহ আমরা পেয়ে যাব।’

এছাড়াও আগামী ২২ এপ্রিলেই লিগ শুরু হচ্ছে বলে জানান তিনি। তারিখ পরিবর্তনের সম্ভবনা উড়িয়ে দেন কোঅর্ডিনেটর। সবার সহযোগিতা পেলে সফলভাবেই লিগ আয়োজন করতে পারবেন বলেও জানান আমিন খান।

আরটি/আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।