বাংলাদেশে খেলতে আসছেন রবি বোপারা!


প্রকাশিত: ১২:৫৮ পিএম, ১৮ এপ্রিল ২০১৬

কয়েকদিনের ভেতরেই শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। এরই মধ্যে পছন্দের ক্রিকেটারদের দিয়ে দল গুছিয়ে নিয়েছে প্রিমিয়ার লিগের দলগুলো। দেশি ক্রিকেটারদের পাশাপাশি বিদেশি ক্রিকেটারদের দিকেও ঝুঁকছে সবাই। এবার ডিপিএলের নিয়ম অনুযায়ী এক দলে সর্বোচ্চ চারজন বিদেশি ক্রিকেটার রাখতে পারবে এবং ম্যাচে সর্বোচ্চ দুজন খেলতে পারবে।

এ সুযোগ পেয়েই ক্লাবগুলো পাকিস্তান-শ্রীলংকা-জিম্বাবুয়ের ক্রিকেটারদের দিকেই ছুটছে। তবে শেখ জামাল ধানমন্ডি ক্লাবে রবি বোপারার খেলতে আসাটা অনেকটাই অবাক করে দেয়ার মত। যদিও এর আগে বোপারা বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলে গেছেন।

শেখ জামাল টিম ম্যানেজম্যান্টের সূত্র এ ব্যপারে মুখ না খুললেও সিনিয়র ক্রিকেটার মুক্তার আলী বিষয়টি অনেকটাই নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রবি বোপারার নাম শুনছি। তবে এটা এখনও নিশ্চিত নয়। রিয়াদ ভাই টিম মিটিংয়ে রবি বোপারার নাম বলেছিল। যদিও এখনও কিছুই চূড়ান্ত হয়নি।’

২-৩ দিনের মধ্যেই দলগুলো তাদের পছন্দমত বিদেশি ক্রিকেটারদের দলভুক্ত করবে। এবার হয়তো ক্যারিবিয়ান অনেক ক্রিকেটারদেরও দেখা যেতে পারে ডিপিএলে। ক্লাবগুলোর কোচ ও ম্যানেজারদের সঙ্গে আলোচনা করে জানা গেছে, তারা বিদেশি ক্রিকেটারদের সাথে কথা চালিয়ে যাচ্ছেন। সঠিক সময় বুঝেই তাদের নাম ঘোষণা করবেন তারা। মিরপুর-ফতুল্লা-বিকেএসপি এই তিন ভেন্যুতে ক্লাবগুলো অনুশীলন করছে বর্তমানে।

আরআর/আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।