দ্বিতীয় টেস্টে স্মিথের সেঞ্চুরি


প্রকাশিত: ০৯:৫৬ এএম, ১৯ ডিসেম্বর ২০১৪

ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনেও ভাল খেলেছে অস্ট্রেলিয়া। অধিনায়ক স্টিভেন স্মিথের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৫০৫ রানে অলআউট হয়েছে স্বাগতিকরা। শেষ বেলায় দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে দিন শেষে এক উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৭১ রান। পিছিয়ে রয়েছে ২৬ রানে।

দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিনে খেলতে নেমে শুরুটা ভাল করলেও এক উইকেট হারিয়েছে ভারত। ব্যক্তিগত ২৭ রানে স্টার্কের বলে আউট হয়েছেন আগের ইনিংসে সেঞ্চুরি হাঁকানো মুরালি বিজয়। ক্রিজে রয়েছেন শেখর ধাওয়ান (২৬ রান) ও চেতেশ্বর পুজারা (১৫ রান)। প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৪০৮ রান তুলেছিল সফরকারী ভারত।

এর আগে প্রথম ইনিংসে দারুণ ব্যাটিং করেছে অস্ট্রেলিয়া। সেঞ্চুরি করেছেন অধিনায়ক স্টিভেন স্মিথ। ইশান্ত শর্মার বলে সাজঘরে ফেরার আগে ১৩৩ রান করেছেন স্বাগতিক দলপতি। এ ছাড়া মিচেল জনসন ৮৮, ক্রিস রজার্স ৫৫ ও মিচেল স্টাক ৫২ রান করেছেন। তাই গুটিয়ে যাওয়ার আগে ৫০৫ রান করতে কোনো সমস্যা হয়নি অস্ট্রেলিয়ার।

সংক্ষিপ্ত স্কোর :
ভারত দ্বিতীয় ইনিংস : ৭১/১ (ধাওয়ান ২৬*, পুজারা ১৫*); প্রথম ইনিংস : ৪০৮/১০
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস : ৫০৫/১০ (স্মিথ ১৩৩, জনসন ৮৮, রজার্স ৫৫; যাদব ৩/১০১)

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।