আইপিএলে ইতিহাস গড়লেন ধোনি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:৩৫ পিএম, ২০ এপ্রিল ২০২৪

শুক্রবার লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ২৮ রানের ইনিংস খেলার পথেই ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেলেছেন মহেন্দ্র সিং ধোনি। বিশ্বের প্রথম ও একমাত্র ক্রিকেটার হিসেবে আইপিএলের সর্বকালীন রেকর্ডে জায়গা করে নিয়েছেন চেন্নাই সুপার কিংস উইকেটরক্ষক।

এদিন আইপিএলের ইতিহাসে প্রথম উইকেটকিপার ব্যাটার হিসেবে ৫ হাজার রান পূর্ণ করেন ধোনি। আইপিএলে ধোনির সবমিলিয়ে রান ৫১৬৯ রান। ২৫৭টি ম্যাচের ২২৩টি ইনিংসে ব্যাট করে এই রান সংগ্রহ করেছেন তিনি। তবে ২৫৭টি ম্যাচের মধ্যে ধোনি উইকেটকিপিং করেছেন ২৫০টি ইনিংসে। অর্থাৎ, ৭টি ম্যাচে তিনি উইকেটকিপিং করেননি। উইকেটকিপার হিসেবে মাঠে নামা ম্যাচে ব্যাট করতে নেমে ধোনি ৫ হাজার রানের মাইলফলক টপকান শুক্রবার।

ধোনির আগে আর কোনও উইকেটকিপার ব্যাটার আইপিএল ইতিহাসে ৫ হাজার রানের মাইলফলক টপকাতে পারেননি। এখনও পর্যন্ত মোট ৭ জন ক্রিকেটার আইপিএলে ৫ হাজারি ক্লাবে ঢুকেছেন। ধোনি ছাড়া আর কেউই উইকেটকিপার নন।

আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি রান
১. বিরাট কোহলি- ২৪৪ ম্যাচে ৭৬২৪ রান।
২. শিখর ধাওয়ান- ২২২ ম্যাচে ৬৭৬৯ রান।
৩. ডেভিড ওয়ার্নার- ১৮২ ম্যাচে ৬৫৬৩ রান।
৪. রোহিত শর্মা- ২৫০ ম্যাচে ৬৫০৮ রান।
৫. সুরেশ রায়না- ২০৫ ম্যাচে ৫৫২৮ রান।
৬. মহেন্দ্র সিং ধোনি- ২৫৭ ম্যাচে ৫১৬৯ রান।
৭. এবি ডি ভিলিয়ার্স- ১৮৪ ম্যাচে ৫১৬২ রান।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।