ইরান পরমাণু চুক্তির কাছাকাছি রয়েছে : পুতিন


প্রকাশিত: ০৯:২৩ এএম, ১৯ ডিসেম্বর ২০১৪

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরান ও ছয় জাতিগোষ্ঠী চূড়ান্ত পরমাণু চুক্তির একেবারে কাছাকাছি রয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি  এ কথা বলেন।

উল্লেখ্য, সুইজারল্যান্ডের জেনেভা শহরে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর আলোচকরা নতুন করে পরমাণু ইসৃ্যুতে বৈঠকে বসার একদিন পর প্রেসিডেন্ট পুতিন এসব কথা বললেন।

পুতিন বলেন, ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে এখনো যেসব মতপার্থক্য রয়েছে আশা করা যায় তা শিগগিরি দূর হবে। এর মাধ্যমে ঐতিহাসিক চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে সক্ষম হবে ইরান।

তিনি বলেন, ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু চুক্তি হলে তাতে তেহরান ও মস্কো অর্থনৈতিকভাবে লাভবান হবে।

সম্প্রতি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পড়ে যাওয়া প্রসঙ্গে  পুতিন বলেন, ইরান ও রাশিয়ার অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার জন্য সৌদি আরব এবং আমেরিকা এ ষড়যন্ত্র করে থাকতে পারে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।