টেনিস কোচদের মানোন্নয়নে কর্মশালা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:২০ পিএম, ১৩ এপ্রিল ২০২৪

তৃণমূল পর্যায়ে টেনিস কোচদের মানোন্নয়নে কর্মশালা আয়োজন করেছে বাংলাদেশ টেনিস ফেডারেশন। আজ শনিবার সাইফ পাওয়ারটেকের পৃষ্ঠপোষকতায় শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে দু্ই দিনব্যাপী জেটিআই কোচেস ওয়ার্কশপের দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম শুরু হয়েছে ।

দ্বিতীয় পর্যায়ের কোচেস প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন ভারতের টেনিস প্রশিক্ষক দেবপ্রিয় দাস ঋষি এবং বাংলাদেশ টেনিস ফেডারেশনের চীফ কোচ রঞ্জন রাম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহসভাপতি মো. সেলিম, সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার, এবং কোষাধ্যক্ষ জনাব খালেদ আহমেদ।

প্রশিক্ষক কর্মশালায় মাগুরা, শরীয়তপুর, ময়মনসিংহ, দিনাজপুর, বরিশাল, ঢাকা, বগুড়া, নাটোর, মাদারীপুর, সিলেট, ফেঞ্চুগঞ্জ, ঠাকুরগাঁও, গোপালগঞ্জ ও লক্ষীপুর জেলার ১৮ জন প্রশিক্ষক অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী প্রশিক্ষণকদের দিয়ে জেলা পর্যায়ে দীর্ঘমেয়াদী টেনিস প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে।

আরআই/এমএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।