প্যানেল চূড়ান্ত সালাউদ্দিনের, বিরোধীরাও তৎপর


প্রকাশিত: ০৫:০৮ পিএম, ১৭ এপ্রিল ২০১৬

আগামী ৩০ এপ্রিল অনুষ্ঠিতব্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনের জন্য চূড়ান্ত হয়েছে বর্তমান সভাপতি কাজী মো. সালাউদ্দিনের নেতৃত্বাধীন প্যানেল। রোববার মনোনয়নপত্র বিলির দ্বিতীয় ও শেষদিনে সালাউদ্দিনের প্যানেলের ২১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তার প্যানেলের বেশিরভাগই বর্তমান কমিটির।

বাফুফে নির্বাচনে অংশ নিচ্ছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি মনজুর কাদেরও। তবে তিনি সভাপতি পদে নয়, সিনিয়র সহ-সভাপতি পদে। তিনিও রোববার মনোনয়নপত্র সংগ্রহ করেন। সিনিয়র সহ-সভাপতি পদে বাঁচাও ফুটবল প্যানেলে আরো মনোনয়নপত্র কিনেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাব লি. এর ডাইরেক্টর ইনচার্জ মো. লোকমান হোসেন ভূঁইয়া ও সাবেক ফুটবলার, বাংলাদেশ আওয়ামী লিগের ক্রীড়া সম্পাদক দেওয়ান শফিউল আরেফীন টুটুল।

সহ-সভাপতি পদে অন্য দুই প্রার্থী হচ্ছেন নজিব আহমেদ ও আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু। এই প্যানেলে সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আব্দুল গাফফার, শেখ মোহাম্মদ আসলাম, আবু হাসান চৌধুরী প্রিন্স, কামরুন নাহার ডানা, নওশেরুজ্জামান, রুম্মন বিন ওয়ালি সাব্বির ও কায়সার হামিদ। ফুটবল বাঁচাও প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন নরসিংদী-২ আসনের সংসদ সদস্য কামরুল আশরাফ খান। তিনি সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বর্তমান কমিটির মধ্য থেকে কাজী সালাউদ্দিনের প্যানেলে জায়গা হয়নি সহ-সভাপতি তাবিথ আউয়াল এবং সদস্য শেখ মোহাম্মদ মারুফ হাসান, ইকবাল হোসেন ও বিজন বড়ুয়ার। নির্বাচন করছেন না সহ-সভাপতি আরিফ খান জয়। তবে শেখ মোহাম্মদ মারুফ হাসান এককভাবে সহ-সভাপতি পদে এবং বিজন বড়ুয়া ও ইকবাল হোসেন সদস্য পদে মনোনয়নপত্র ক্রয় করেছেন।

গতকাল দুইজন সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। দ্বিতীয় দিনে কাজী সালাউদ্দিনের পাশাপাশি সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারই ঘনিষ্ট বন্ধু গোলাম রব্বানী হেলাল। নাটকীয় কোনো পরিবর্তন না হলে এবার সভাপতি পদে ৪ জনকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাবে।

৪ জন সভাপতি প্রার্থী প্রসঙ্গে কাজী মো. সালাউদ্দিন বলেন, ‘আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রার্থী বেশি হলে নির্বাচনে ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে। ভোটাররাই সিদ্ধান্ত নেবেন কাকে সভাপতি নির্বাচিত করবেন।’

ফুটবলের সঙ্গে সম্পৃক্ত নন এমন ব্যক্তিদের সভাপতি পদে প্রার্থী হওয়া প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজী হননি কাজী সালাউদ্দিন। নির্বাচনে নিজের বিজয়ী হওয়ার আত্মবিশ্বাস প্রসঙ্গে বর্তমান সভাপতি বলেন, ‘যদি পুরোপুরি আত্মবিশ্বাস না থাকতো তাহলে নির্বাচন করতাম না।’

কাজী মো. সালাউদ্দিনের নেতৃত্বাধীন প্যানেল
সভাপতি: কাজী মো: সালাউদ্দিন
সিনিয়র সহ-সভাপতি: আব্দুস সালাম মুর্শিদী
সহ-সভাপতি: কাজী নাবিল আহমেদ এমপি, শামসুল হক চৌধুরী এমপি, বাদল রায়, মহিউদ্দিন আহমেদ মহি
সদস্য: হারুনুর রশিদ, শওকত আলী খান জাহাঙ্গীর, আব্দুর রহিম, সালেহ জামান সেলিম, মো. ইলিয়াস হোসেন, সত্যজিৎ দাস রুপু, আমিরুল ইসলাম বাবু, মাহফুজা আক্তার কিরন, মাহিউদ্দিন আহমেদ সেলিম, আজমল হক তপন, আলমগীর আলো, আরিফ হোসেন মুন, অমিত খান শুভ্র, তৌফিকুর রহমান তোফা ও ফজলুর রহমান বাবুল।

আইএইচএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।