বোলিংয়ে রুবেলের নতুন চমক `বাটারফ্লাই`


প্রকাশিত: ০৮:২৩ এএম, ১৭ এপ্রিল ২০১৬

ইনজুরির কারণে ঘরের মাঠে এশিয়া কাপের পর খেলতে পারেননি টি-টোয়েন্টি বিশ্বকাপেও। তবে এবার ঢাকা প্রিমিয়ার লিগে খেলার জন্য পুরোপুরি তৈরি টাইগার এই বোলার। এরই মধ্যে নাম লিখিয়েছেন প্রাইম ব্যাংকের হয়ে। আর ডিপিএলে চমক হিসেবে নতুন এক স্লোয়ার ডেলিভারি বাটারফ্লাই নিয়ে আসছেন দেশ সেরা এই পেস বোলার।

ডিপিএলের অনুশীলনে ফাঁকে রুবেল বলেন, জাতীয় দলে জায়গা পেতে প্রিমিয়ার লিগে আমাকে ভালো খেলতে হবে। প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ আমাকে ভাল বোলিং করতে হবে।”  

নতুন এক স্লোয়ার ডেলিভারি নিয়ে কাজ করার কথাও বলেন। রুবেল জানান তার এ নতুন স্লোয়ার ডেলিভারি প্রশংসা কুড়িয়েছে সিনিয়র  ক্রিকেটারদের কাছ থেকেও। ম্যাচে ব্যবহার করার পরামর্শও দিয়েছে তারা।

ডেলিভারির কৌশল নিয়ে রুবেল হোসেন বলেন, এটা আসলে আঙুলের একদম সামনের দিকে গ্রিপ করতে হয়। বলটা একই ধরণের অ্যাকশনেই স্লো হয়ে যাবে।

উল্লেখ্য, জাতীয় দলের হয়ে রুবেল হোসেন সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০১৫ সালের জুলাইয়ে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।  বিপিএলে সিলেট সুপারস্টার্সের হয়ে খেলেন রুবেল। ছয় ম্যাচে লাভ করেন চার উইকেট। তারপর আর মাঠে দেখা যায়নি রুবেলকে।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।