মাশরাফির চোখে কলাবাগান ভুয়া টিম!


প্রকাশিত: ০৭:১৮ এএম, ১৭ এপ্রিল ২০১৬

ঢাকা প্রিমিয়ার লিগে ৭ আইকন ক্রিকেটারকে নিয়ে প্লেয়ার বাই চয়েজে বেশ নাটকই হয়েছে। আগে ভাগে সুযোগ পেয়েও দলগুলো যেন মাশরাফিকে নিতে চাইছিল না। কিন্তু সুযোগ আসার সঙ্গে সঙ্গে ভুল করেনি কলাবাগান ক্রীড়াচক্রের কর্মকর্তারা। লুফে নিয়েছেন দেশের সবচেয়ে সফল অধিনায়ককে। তাই এবার কলাবাগানের জার্সিতেই মাঠে নামবেন টাইগারদের রঙ্গিন জার্সির এই অধিনায়ক।

শুক্রবার ছুটি শেষে কাশ্মির থেকে ফিরে এসেই শনিবার নেমে পড়েন কলাবাগানের হয়ে অনুশীলনে। প্রথম দিন অনুশীলনে এসে হালকা জিম এবং কিছু সময় ব্যাটিং অনুশীলন করে বাংলাদেশের ওয়ানডে এবং টি-টোয়েন্টি অধিনায়ক। অনুশীলন শেষ করে সাংবাদিকদের সাথে হাসি ঠাট্টায় মেতে ওঠেন মাশরাফি। এক পর্যায়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাশরাফি বললেন, ‘লিখে দেন এটি সবচেয়ে ভুয়া টিম।’

পরবর্তীতেই হেসে নিজের দলের ক্রিকেটারদের দেখিয়ে বলেন, ‘এরাই আমার শক্তি। মাঠেতো আমি একা খেলবো না, এরাই আমার সঙ্গে খেলবে। যদি ভালো খেলে তো ভালো। আমি মনে করি দলটি ভালো হয়েছে। সবাইকে নিয়ে যেন মাঠে ভালো করতে পারি সেই চেষ্টাই করবো।’

উল্লেখ্য মাশরাফি যেন জিয়নকাঠি। যার পরশে পাথরও হয়ে যায় সোনা। জাতীয় দল, কিংবা বিপিএল- যেখানেই হাত দিয়েছেন, সোনা ফলেছে। তুখোড় বুদ্ধি আর দারুণ বিশ্লেষণ ক্ষমতা, প্রতিভা খুঁজে বের করার সহজাত প্রবণতা- সব মিলিয়ে মাশরাফির মাঝে সম্পূর্ণ এক ক্রিকেটারেরই প্রতিচ্ছবি পাওয়া যায়। এবার প্রিমিয়ার লিগে  মাশরাফি যাদু দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা

আরআর/এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।