রাজ্জাকের অনুপ্রেরণা নেহরা


প্রকাশিত: ০৩:৫৭ এএম, ১৭ এপ্রিল ২০১৬

দীর্ঘদিন যাবত জাতীয় দলের বাইরে রয়েছেন আব্দুর রাজ্জাক। একসময় তিনিই ছিলেন বাংলাদেশের প্রধান স্পিন বোলার। এমনকি বোলিংয়ের অনেক রেকর্ডও নিজের দখলে রেখেছিলেন বর্ষীয়ান এই বাঁহাতি স্পিনার। কিন্তু অবৈধ বোলিংয়ের গ্যাড়াকলে ফেঁসে জাতীয় দল থেকে অনেকটা দূরেই রয়েছেন তিনি। অ্যাকশন পরিবর্তন করে জাতীয় দলে ফিরলেও নামের প্রতি সুবিচার করতে পারেননি। যার দরুণ জাতীয় দলে হারাতে হয় নিজের স্থানটি।

কিন্তু বিগত কয়েক মৌসুমে ঘরোয়া লিগে ভালো পারফর্মেন্স করেও জাতীয় দলে উপেক্ষিত রয়েছেন আব্দুর রাজ্জাক। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে ‘এ’ ক্যাটাগরিতে ছিলেন রাজ্জাক। তার মত একজন অভিজ্ঞ ক্রিকেটারের এই ক্যাটাগরিতে থাকাটা বিস্ময় জন্ম দিয়েছিল সবার। বড় দল না পেলেও কলাবাগানে শেষ পর্যন্ত খেলার সুযোগ হয়েছে রাজ্জাকের। এ দলের অধিনায়ক হিসেবে রয়েছেন অভিজ্ঞ মাশরাফি বিন মুর্তজা। মাশরাফির অধীনে তাই ভালো খেলার ব্যপারেও আশাবাদী তিনি।
 
এই বয়সেও জাতীয় দলে খেলার স্বপ্ন দেখেন রাজ্জাক। অনুপ্রেরণা হিসেবে খুঁজে নিলেন ভারতের ৩৮ বছর বয়সী বাঁহাতি পেসার আশীষ নেহরাকে। দেশের শীর্ষস্থানীয় এক দৈনিক পত্রিকায় সাক্ষাৎকার দেয়ার সময় রাজ্জাক বললেন, ‘আমার বয়সে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন, এমন অজস্র ক্রিকেটারই তো আছেন। নেহরা তো ৩৮ বছর বয়সে ফিরলেন। ও যদি পারে, ওর চেয়ে অনেক কম বয়সের আমিও অবশ্যই পারব। মাঝেমধ্যে ভাবলে দেখি, আরে এই বয়সের অনেকেই তো খেলছে। ওরা যদি পারে, আমার না পারার কোনো কারণই নেই।’

শেষ পর্যন্ত লড়াই করে যাওয়ার ইচ্ছা পোষণ করলেন রাজ্জাক। দলের বর্তমান পরিস্থিতিতে অসাধারণ পারফর্মেন্স ছাড়া জাতীয় দলে সুযোগ পাওয়াটা দূরহ কাজই বটে। রাজ্জাকও সেটা মেনে নিয়ে মিরাকলের আশাতে রয়েছে। ‘তবু আমি সব সময়ই আশাবাদী। বাংলাদেশ দল যখন নিশ্চিত হারছে, তখনো আমার মনে হয় শেষ মুহূর্তে হতেও তো পারে। ‘মিরাকল’ কত কিছুই তো এই জগতে ঘটে। হতেও তো পারে ভালো কিছু। শেষ পর্যন্ত দেখাই যাক না। আমি শেষ পর্যন্তই দেখি।’

আরআর/এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।