সাকিব: ৩ ওভার ১৮ রান উইকেট নেই


প্রকাশিত: ১২:৩৩ পিএম, ১৬ এপ্রিল ২০১৬

দুই ম্যাচ অপেক্ষার পর অবশেষে খেলার সুযোগ পেলেন সাকিব আল হাসান। হায়দারাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে স্বাগতিক সানরাইজার্সের বিপক্ষে প্রথম মাঠে নামানো হলো বিশ্বসেরা এই অলরাউন্ডারকে। জাতীয় দলের সতীর্থ মুস্তাফিজুর রহমানের বিপক্ষেই খেলতে নামলেন সাকিব।

আইপিএলের নবম আসরে নিজের প্রথম ম্যাচে অবশ্য মাত্র তিন ওভার বল করার সুযোগ পেলেন সাকিব। উইকেট না নিতে পারলেও রান দেয়ার ক্ষেত্রে তিনি ছিলেন অনেকটাই কৃপণ। ৩ ওভারে দিয়েছেন মাত্র ১৮ রান। যদিও কোন উইকেট নিতে পারেননি তিনি।

ইনিংসের ৫ম ওভারে আনা হয় সাকিবকে। প্রথম ওভারে দেন ৪ রান। উইকেটে ছিলেন মইসেস হেনরিক্স এবং ইয়ন মরগ্যান। দ্বিতীয় ওভার করেন, ইনিংসের ৭ম ওভারের সময়। এই ওভারে ছিলেন মরগ্যান এবং দ্বীপক হুদা। এই ওভারে দিয়েছিলেন ৫ রান।

তৃতীয় ওভার করতে আসেন ইনিংসের ১৭তম ওভারের সময়। তখন উইকেটে ছিলেন সেট হয়ে যাওয়া মরগ্যান এবং নোমান ওঝা। এই ওভারে ৯ রান দিয়ে বসেন সাকিব। তাও শেষ বলে মরগ্যান ছক্কা না মারলে তো এতগুলো রানও হতো না। আন্দ্রে রাসেলের পর সবচেয়ে কম ইকনোমি রেট ছিল সাকিবেরই। রাসেলের ইকনোমি ছিল ৪.৭৫ এবং সাকিবের ছিল ৬ করে।

আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।