অবশেষে মুস্তাফিজের বিপক্ষে খেলছেন সাকিব


প্রকাশিত: ১০:১০ এএম, ১৬ এপ্রিল ২০১৬

প্রথম দুই ম্যাচে বসিয়ে রাখা হয়েছিল কলকাতা নাইটরাইডার্সের প্রাণভোমরা সাকিব আল হাসানকে। অবশেষে নিজেদের প্রথম অ্যাওয়ে ম্যাচে এসে খেলার সুযোগ পেলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। শুধু তাই নয়, মুস্তাফিজের বিপক্ষেই এবারের আইপিএলে প্রথম নামছেন সাকিব।

কেকেআর প্রথম ম্যাচে হারিয়েছিল দিল্লি ডেয়ারডেভিলসকে। দ্বিতীয় ম্যাচে হেরেছিল মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে। ওই ম্যাচেই অনুভূত হয়েছিল সাকিবের অভাব। অবশেষে হায়দারাবাদে গিয়ে রাখা হলো তাকে কেকেআরের মূল একাদশে।

সানরাইজার্স একাদশে মুস্তাফিজকে রাখাটা ছিল একপ্রকার নিশ্চিতই। আগের ম্যাচে দুর্দান্ত বোলিং করার পর তাকে বাদ দেয়ার চিন্তাও হয়তো করতে পারেনি সানরাইজার্স। তবে সাকিবের খেলাটা ছিল পুরোপুরি অনিশ্চিত। তাকে একাদশে রাখা না রাখা নিয়ে ছিল গুঞ্জন। শেষ পর্যন্ত খেলার সুযোগ পেলেন সাকিব।

দ্বিতীয় ম্যাচ হারের কারণে কেকেআরের স্কোয়াডে আমূল পরিবর্তন আনা হলো এই ম্যাচে। মোট চারটি পরিবর্তণ এসেছে আগের ম্যাচের চেয়ে এই ম্যাচের একাদশে। খাদ্যে বিষক্রিয়ার কারণে অসুস্থ ব্র্যাড হগ। ইনজুরির কারণে ছিটকে গেলেন জন হাস্টিংস। কলিন মুনরোর পরিবর্তে দলে নেয়া হলো সুনিল নারিনকে। নিষেধাজ্ঞা কাটিয়ে মুক্ত হওয়ার পর এই প্রথম আইপিএলে খেলছেন নারিন।  

আর কুলদ্বীপ যাদবের পরিবর্তে দলে আনা হলো উমেষ যাদবকে। হগ এবং হাস্টিংসের জায়গায় কেকেআর একাদশে ঢুকেছেন সাকিব আল হাসান এবং মরনে মর্কেল। তবে সানরাইজার্স একাদশে শুধুমাত্র একটি পরিবর্তন আনা হলো। ইনজুরিতে পড়া আশিস নেহরার পরিবর্তে দলে নেয়া হয়েছে বাম হাতি মিডিয়াম বারিন্দার স্রানকে। একাদশে অপরিহার্য হিসেবে থাকলেন মুস্তাফিজুর রহমান।

সানরাইজার্স হায়দারাবাদ
ডেভিড ওয়ার্নার, শিখর ধাওয়ান, মইসেস হেনরিক্স, দ্বীপক হুদা, আশিস রেড্ডি, ইয়ন মরগ্যান, নোমান ওঝা, কর্ণ শর্মা, ভুবনেশ্বর কুমার, মুস্তাফিজুর রহমান, বারিন্দার স্রান।

কলকাতা নাইট রাইডার্স
রবীন উথাপ্পা, গৌতম গম্ভীর, মানিষ পান্ডে, সাকিব আল হাসান, ইউসুফ পাঠান, সুর্যকুমার যাদব, আন্দ্রে রাসেল, পিযুশ চাওলা, সুনিল নারিন, মরনে মর্কেল এবং উমেষ যাদব।

আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।