এরশাদের ভারত সফর বাতিল
শেষ মুহূর্তে ভারত সফর বাতিল করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ। আজ রোববার বিকেল ৫টা ২০ মিনিটে তার ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা ছিল।
এরশাদের ভারত সফর বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন জাপার কোষাধ্যক্ষ মেজর অব. খালেদ আখতার। তিনি জানান, এরশাদ হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন। তাই তিনি আজ (রোববার) ভারতে যাচ্ছেন না।
অন্যদিকে জানা গেছে, এরশাদের সাবেক সহধর্মিনী বিদিশা ভারতে যাওয়ায় এবং এরশাদ তার সঙ্গে দেখা করবেন- এমন সংবাদে ক্ষুব্ধ হয়েছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। শনিবার রাতে এরশাদকে রওশন অত্যন্ত কড়া ভাষায় এ নিয়ে কথাও বলেছেন। আর এজন্যই হঠাৎ করে এ সফর বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।