মুস্তাফিজের প্রশংসায় লক্ষ্মণ


প্রকাশিত: ০৩:৪০ পিএম, ১৫ এপ্রিল ২০১৬

প্রথম ম্যাচ কি দুর্দান্ত বোলিংটাই না করলেন মুস্তাফিজ। দলের অন্যান্য বোলাররা যেখানে মার খাচ্ছিল সেখানে তিনি চার ওভার বল করে মাত্র ২৬ রান দেন। তার স্লোয়ারের জালে আটকান এবি ডি ভিলিয়ার্স এবং ওয়াটসনকে। অসাধারণ বোলিং করে ইতোমধ্যে সানরাইজার্স হায়দারাবাদের সকলের মন জয় করে নিয়েছেন মুস্তাফিজ।  ডেভিড ওয়ার্নার থেকে শুরু করে দলের মেন্টর ভিভিএস লক্ষ্মণ পর্যন্ত মুস্তাফিজ বন্দনায় মেতেছেন।

ভিভিএস লক্ষ্মণ মুস্তাফিজকে অন্যতম সেরা বোলারদের একজন আখ্যায়িত করে বলেন, ‘বিশ্বের সেরা বোলারদের মধ্যে মুস্তাফিজ অন্যতম। ভারতের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই চোখে পড়ার মতো উন্নতি করেছে সে। এই প্রথম মুস্তাফিজের সঙ্গে সময় কাটাচ্ছি। দেখতে পাচ্ছি, নিজের দক্ষতার ওপর তার আস্থা অটুট। বোলিংয়ে যথেষ্ট বৈচিত্র্য রয়েছে। পাশাপাশি সে জানে কীভাবে সেগুলো প্রয়োগ করতে হয়।’

অনুশীলনে মুস্তাফিজ যা করেন সেটাই ম্যাচে প্রয়োগ করেন। এ ব্যপারটা বেশ মনে ধরেছে লক্ষ্মণের। সব রকম ডেলিভারি নিয়েই নেটে কাজ করেন মুস্তাফিজ।

লক্ষ্মণ বলেন, ‘মুস্তাফিজের কাজের ধরণ চমৎকার। নেটে সব ডেলিভারি নিয়ে কাজ করে। সে শুধু মেধাবী নয়, কঠোর পরিশ্রমীও। নিজেকে মেলে ধরার চেষ্টা করে। তার বোলিং দেখলেই ভালো লাগে। বিশেষ করে বাঙ্গালোরের বিপক্ষে ম্যাচে বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স ও ওয়াটসনের বিপক্ষে যেভাবে বোলিং করেছে, তা আমাকে বিমোহিত করেছে। যখন হায়দরাবাদের অন্য বোলাররা মার খাচ্ছিল, ব্যতিক্রম ছিল মুস্তাফিজ। হাই-স্কোরিং ম্যাচে এ ধরনের উইকেটেও ইকোনমি রেট ৬.৫০! সত্যিই অসাধারণ! আইপিএলে অভিষেকেই দারুণ বল করেছে সে।’

আরআর/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।