বাবা হারালেন সাফে জোড়া স্বর্ণজয়ী সাঁতারু শিলা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:১৩ পিএম, ২১ মার্চ ২০২৪

দেশের তারকা সাঁতারু মাহফুজা খাতুন শিলার বাবা আলী আহমেদ গাজী আজ (বৃহস্পতিবার) দুপুরে রাজধানীর সম্মিলিতি সামরিক হাসপাতালাকে ইন্তেকাল করেছেন (ইন্না নিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

সাবেক সাতারু নিয়াজ আহমেদ জাগো নিউজকে বলেছেন, ‘শিলার বাবা দুপুর সাড়ে ১২ টার দিকে ইন্তেকাল করেছেন। বার্ধক্যজনিত কারণে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শিলার বাবার মরদেহ যশোরের নওয়াপাড়ার অভয়নগনরে তার গ্রামের বাড়ীতে নিয়ে দাফন করা হবে।’

মাহফুজা খাতুন শিলা ২০১৬ সালে ভারতের গুয়াহাটিতে অনুষ্ঠিত এসএ গেমসে সাঁতারে দুটি স্বর্ণ জিতেছিলেন। তিনিই বাংলাদেশের প্রথম সাফে স্বর্ণজয়ী নারী সাঁতারু।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।