টস জিতে ব্যাটিংয়ে ধোনির পুনে


প্রকাশিত: ০২:৩৪ পিএম, ১৪ এপ্রিল ২০১৬

১২৯ ম্যাচ তারা ছিলেন সতীর্থ। আজ পরস্পর শত্রু হয়ে নামলেন টস করতে। মহেন্দ্র সিং ধোনি এবং সুরেশ রায়না। অবশ্য টসে একসময়ের অধীনস্ত রায়নাকে হারিয়ে দিলেন ধোনি। রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করারই সিদ্ধান্ত নিলেন ধোনি।

দু`দলই জিতেছে নিজেদের প্রথম ম্যাচ। ধোনির পুনে হারিয়েছে মুম্বাইকে। আর রায়নার গুজরাট লায়ন্স হারিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাবকে। আজ নিশ্চিত এক দলের এগিয়ে যাওয়ার সুযোগ।

উইকেটের সুবিধাকে কাজে লাগাতেই মূলতঃ ব্যাট করার সিদ্ধান্ত নেন ধোনি। রায়নাও জানিয়েছেন, টস জিতলে ব্যাট করার সিদ্ধান্ত নিতেন।

গুজরাট লায়ন্স
ব্রেন্ডন ম্যাককালাম, অ্যারোন ফিঞ্চ, সুরেশ রায়না, দিনেশ কার্তিক, ডোয়াইন ব্র্যাভো, অক্ষদ্বীপ নাথ, রবিন্দ্র জাদেজা, জেমস ফকনার, প্রাভিন কুমার, সাদাব জাকাতি, প্রাভিন টাম্বে।

রাইজিং পুনে সুপার জায়ান্টস
আজিঙ্কা রাহানে, ফ্যাফ ডু প্লেসিস, কেভিন পিটারসেন, স্টিভেন স্মিথ, মিচেল মার্শ, মহেন্দ্র সিং ধোনি, রজত ভাটিয়া, রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, আরপি সিং, মুরুগান অশ্বিন।

আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।