মুশফিকের টাইমড-আউট উদযাপন নিয়ে যা বললেন শান্ত

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৫ পিএম, ১৮ মার্চ ২০২৪

বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই মানেই যেন এখন উত্তেজনার বারুদে ঠাসা। টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর শ্রীলঙ্কা করেছিল টাইমড-আউট উদযাপন। ওয়ানডে সিরিজ জয়ের পর এবার বাংলাদেশ ফিরিয়ে দিলো সেই উদযাপন।

ওয়ানডে বিশ্বকাপে ম্যাথিউসের সেই টাইমড-আউটের ঘটনা এবার নাটক করে দেখালেন বাংলাদেশ দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর ট্রফি নিয়ে ফটোসেশনের আগে মুশফিক ঠিক ম্যাথিউজের সেই ঘটনারই যেন পুনরাবৃত্তি করেন।

হাতে একটি হেলমেট নিয়ে বারবার সবার সামনে দেখাতে থাকেন। এমনকি অধিনায়ক শান্তর কাছে গিয়ে হেলমেটের স্ট্র্যাপ দেখান, শান্তও নাটক করে দেখান কিছুই করার নেই তার। ঠিক ম্যাথিউজ যেমন করেছিলেন বিশ্বকাপের ম্যাচের দিন, মুশফিক সেই ঘটনাই আবার মনে করিয়ে দেন নাটকীয় ভঙ্গিতে টাইমড-আউট উদযাপনের মাধ্যমে।

মুশফিকের এই উদযাপনের পেছনে কারণ কী? ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘আমরা তো উদযাপন করেছি। আমাদের উদযাপন যেটা মনে এসেছে করেছি। সিরিজ জেতার পর স্বাভাবিকভাবে সেলিব্রেশন হবে। মুশফিক ভাই যেভাবে তিনটা ম্যাচে এফোর্ট দিয়েছেন। বিশেষ করে আজকের ইনিংসটা তার অন্যতম সেরা ইনিংস আমার মনে হয় উনার অনেকগুলো ইনিংসের মধ্যে, এই তো!’

ওয়ানডে সিরিজের প্রাপ্তি নিয়ে শান্ত বলেন, ‘হ্যাঁ অনেক কিছু পেয়েছি। কিছু কিছু জায়গায় দক্ষতার উন্নতির জায়গা আছে। আজকের ম্যাচটা হয়ত আরও ভালোভাবে জিততে পারতাম। দিনশেষে খেলাটা জিততে পেরেছি খুশি। সামনে যখন আবার সিরিজ খেলতে আসব তখন আরও সুন্দরভাবে প্ল্যান করে কীভাবে আরও ভালো ক্রিকেট খেলতে পারি সেটা প্ল্যান করতে হবে।’

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।