১২৯ ম্যাচের বন্ধু আজ পরস্পর শত্রু


প্রকাশিত: ০১:০৮ পিএম, ১৪ এপ্রিল ২০১৬

তাদের দু’জনের বিচ্ছিন্ন হয়ে খেলার কোনই সম্ভাবনা ছিল না। যদি না চেন্নাই সুপার কিংস নিষিদ্ধ হতো। কিন্তু পরিস্থিতির কারণেই বন্ধু হয়ে গেলেন শত্রু। ভারতীয় দলের সতীর্থ তো বটেই। এতদিন ছিলেন আইপিএল দলেরও সতীর্থ। একসঙ্গে খেলেছেন ১২৯টি ম্যাচ। এই প্রথম একে অপরের বিরুদ্ধে।

যদিও এই মওসুমটা একটু অন্যরকম। মহেন্দ্র সিংহ ধোনি ও সুরেশ রায়না এবার আইপিএল-এর মাঠে একে অপরের শত্রু। চেন্নাই সুপার কিংসের দুই সতীর্থ এবার দুই দলে। ধোনির দল এবার রাইজিং পুণে সুপারজায়ান্টস। রায়না খেলছেন গুজরাট লায়ন্সের হয়ে। আইপিএল-এর দুই নতুন দল আজ মুখোমুখি হতে চলেছে একে অপরের বিরুদ্ধে। মুখোমুখি হতে চলেছেন দুই সাবেক সতীর্থ। মাঠে যদিও কেই কাউকে এক ইঞ্চিও জমি ছেড়ে দিতে নারাজ আজকের ম্যাচে।

রায়নারা তাদের প্রথম হোম ম্যাচ খেলতে নামছেন আজ রাজকোটে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে। প্রথম ম্যচে ৫ উইকেটে কিংস ইলেভেন পঞ্জাবকে হারানোর কারণে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে গুজরাটকে। যদিও ব্যাট হাতে খুব একটা ভরসা দিতে পারেননি দলের দুই সেরা ব্যাটসম্যান সুরেশ রায়না ও ব্রেন্ডন ম্যাককালাম। সেদিন বোলারদের দাপটেই জয় এসেছিল বলা যায়। তবে চোট সারিয়ে ফিরেছেন দলের অন্যতম ভরসা অ্যারোন ফিঞ্চ।

অন্যদিকে ধোনির দলের নামের তালিকাও নেহাৎই কম শক্তিশালী নয়। অজিঙ্কা রাহানে, ফ্যাফ ডু প্লেসিস, কেভিন পিটারসনরা তো রয়েছেনই। সঙ্গে রয়েছেন সেরা ফিনিশার মহেন্দ্র সিংহ ধোনি, স্টিভেন স্মিথ। প্রথম ম্যাচেই মুম্বইয়ের মতো দলকে হারিয়ে দিয়েছে পুণে। তাদেরও চিন্তা থাকছে সেই টপ অর্ডারকে নিয়েই।

আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।