রোহিত-বাটলারের ব্যাটে মুম্বাইয়ের বড় জয়


প্রকাশিত: ০৬:৫৮ পিএম, ১৩ এপ্রিল ২০১৬

আইপিএলে প্রথম ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে জয় পেলেও দ্বিতীয় ম্যাচেই মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে বড় ব্যবধানে হেরে গেলো সাকিব আল হাসানের দল কলকাতা নাইট নাইডার্স। মূলত এক রোহিত শর্মার কাছেই হেরেছে কলকাতা। কলকাতার দেয়া ১৮৮ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে ৪ উইকেট হারিয়ে ৫ বল বাকি থাকতে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় মুম্বাই।

এর আগে, টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৮৭ রানের বড় সংগ্রহ গড়ে কলকাতা। জবাবে ব্যাট করতে নেমে মুম্বাইকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার পার্থিব প্যাটেল ও রোহিত শর্মা। ইনিংসের শুরু থেকে কলকাতার বোলারদের উপর চড়াও হন এই দুই ভারতীয়।

বিশেষ করে জন হেস্টিংস ও আন্দ্রে রাসেলের বিপক্ষে দ্রুত রান তুলে নেয় মুম্বাই। কিন্তু ইনিংসের ষষ্ট ওভারে অভিজ্ঞ ব্র্যাড হগের বলে রান আউট হন পার্থিব প্যাটেল। উইকেট পতনে কিছুটা ছন্দ হারালেও তরুণ প্রতিভাবান অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার সঙ্গে জুটি গড়ে দলের রানের চাকা সচল রাখেন রোহিত।

ইনিংসের ১০ম ওভার শেষে মুম্বাইয়ের সংগ্রহ দাঁড়ায় ৮৭ রান ১ উইকেটের বিনিময়ে। ১১তম ওভারে চাওলার বলে হার্দিক পান্ডিয়া আউট হলে বিপদে পড়ে মুম্বাই। পরের ওভারে আবারো উইকেট হারায় মুম্বাই। কুলদিপ যাদবের বলে কিউই অলরাউন্ডার মিচেল ম্যাকক্লেনেগেন আউট ৮ বলে ২০ রান করে আউট হলে জয়ের সমীকরণ কঠিন হয়ে পড়ে।

কিন্তু ইংলিশ ম্যাচ জস বাটলারের সঙ্গে জুটি করে দলকে ম্যাচ ফেরায় রোহিত। ইনিংসের ১৪তম ওভারে নিজের অর্ধশতকে পৌঁছে মুম্বাইয়ের অধিনায়ক। পরবর্তীতে বাটলারের ঝড়ো ব্যাটিংয়ে রান রেট নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসে মুম্বাই।

ইনিংসের ১৯তম ওভারে জস বাটলারকে ফেরায় ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল। ২২ বলে ৪১ রান করে বাটলার আউট হলেও মুম্বাই তখন জয়ের বন্দরে। পরবর্তীতে ইনিংসের ৫ বল বাকি থাকতেই ৬ উইকেটের বড় জয় তুলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। রোহিত শর্মা ৫৪ বলে ৮৪ রানের অপরাজিত ইনিংস খেলে মাঠ ছাড়েন।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।