ইডেনের প্রেসবক্স ছেড়ে দৌড়েছেন সাংবাদিকরাও


প্রকাশিত: ০২:৩৪ পিএম, ১৩ এপ্রিল ২০১৬

কলকাতার ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের খেলা। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। কিন্তু ৭.৫০-এ হঠাৎ ভুমিকম্প শুরু হয়। মায়ানমার থেকে উৎপত্তি হওয়া এই ভুমিকম্পটি বেশ ভালোভাবে ছুঁয়ে গেছে বাংলাদেশসহ ভারতের কলকাতা এবং আসামকে। ভূমিকম্পের কারণে যে কাঁপুনি তৈরী হয়েছে, তাতেই প্রাণ হাতে নিয়ে সবাই দৌড়ে বেরিয়েছেন নিজ নিজ ভবন থেকে।

কলকাতার ইডেন গার্ডেন্সে টস হওয়ার একটু আগেই শুরু হওয়া এই ভূমিকম্পের কারণে হঠাৎই প্রেসবক্স ছেড়ে দৌড়ে নিচে নেমে আসেন সাংবাদিকরা। মুহূর্তের মধ্যে পুরো প্রেসবক্সই তারা খালি করে দিলেন।  

কার্তিক লক্ষ্মণ নামে একজন টুইট করেছেন, `ইডেন গার্ডেন্সে দুর্দান্ত এক দৃশ্য। হঠাৎ দুলতে শুরু করেছে প্রেসবক্স। সবাই আমরা নীচে নেমে গেলাম। তবে, ভুমিকম্প থামতেই আবার ফিরে এসেছি।’

আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।