টস জিতে ফিল্ডিংয়ে মুস্তাফিজের হায়দারাবাদ


প্রকাশিত: ০২:৩৪ পিএম, ১২ এপ্রিল ২০১৬

আইপিএলের নবম আসরে সর্বশেষ দল হিসেবে মাঠে নেমেছে সানরাইজার্স হায়দারাবাদ এবং রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। স্বাগতিক দল হিসেবে রয়েল চ্যালেঞ্জার্সের মাঠে গিয়ে খেলছে মুস্তাফিজের সানরাইজার্স। টস জিতেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সানরাইজার্সের অধিনায়ক ডেভিড ওয়ার্নার।

আইপিএলে এখনও পর্যন্ত পরে ব্যাট করা দলই জিতেছে। এ কারণেই মূলতঃ টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন ডেভিড ওয়ার্নার। তারওপর ব্যাঙ্গালুরুর বিগ থ্রির বিপক্ষে নিজেদের শক্তিশালি পেস ব্যাটারিকে কাজে লাগিয়ে কম রানে বেধে ফেলারেই মূল উদ্দেশ্যে সানরাইজার্স অধিনায়কের।

টস জেতার পর সানরাইজার্স অধিনায়ক ডেভিড ওয়ার্নার বলেন, ‘ব্যাঙ্গালুরুর উইকেট খুবই ভালো। আমরা এ কারণে চিন্তা করছি রান তাড়া করার। আমি নিজে টপ অর্ডারে ব্যাট করার চিন্তা করছি। দলের সঙ্গে যুক্ত হচ্ছে মুস্তাফিজুর। যিনি আমাদের দলকে বেশ শক্তিশালি হিসেবে পরিণত করবে। তিনজন পেসার ছাড়াও আমাদের দলে থাকছে মইসেস হেনরিক্স।’

রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু
ক্রিস গেইল, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, শেন ওয়াটসন, সরফরাজ খান, কেদার যাদব, স্টুয়ার্ট বিনি, পারভেজ রসুল, হার্সাল প্যাটেল, অ্যাডাম মিলনে, ইউযবেন্দ্র সাহাল।

সানরাইজার্স হায়দারাবাদ
ডেভিড ওয়ার্নার, শিখর ধাওয়ান, মইসেস হেনরিক্স, আশিষ রেড্ডি, নোমান ওঝা, দীপক হুদা, ইয়ন মরগ্যান, করণ শর্মা, আশিস নেহরা, ভুবনেশ্বর কুমার, মুস্তাফিজুর রহমান।

আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।