গরমে খেলতে ভালো লাগে মাহমুদউল্লাহর!
আগের দিন আল-আমিন হোসেনসহ বেশ কয়েকজন ক্রিকেটারই বলেছিলেন, এবারের প্রিমিয়ার লিগে গরম সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ। টানা টি-টোয়েন্টি ক্রিকেটের পর ৫০ ওভারের ম্যাচে গরম বড় সমস্যা হয়ে দাঁড়াবে; কিন্তু জাতীয় দলের অন্যতম সেরা ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ জানালেন উল্টো কথা। গরমে খেলতে ভালোবাসেন এ ক্রিকেটার।
ঢাকা প্রিমিয়ার লিগে এবার শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলবেন মাহমুদউল্লাহ। তাই লিগ শুরুর আগে নিজেকে ঝালিয়ে নিতে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের একাডেমী মাঠে অনুশীলনে এসেছিলেন তিনি। এ সময় এক সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেন আবহাওয়া নিয়ে।
এ সময় তিনি বলেন, ‘গরমে খেলতে আমার ভালো লাগে। কারণ, গত দুইটা সপ্তাহ মোটামুটি ক্রিকেটের বাইরে ছিলাম। বিরক্ত হয়ে গিযেছিলাম; কিন্তু এখন মাঠে এসে খুব ভালো লাগছে। অনুশীলন শুরু করেছি। আশা করছি যত তাড়াতাড়ি সম্ভব লিগ শুরু হবে এবং আমরা সবাই মুখিয়ে আছি খেলার জন্য।’
গতবছর থেকে টানা ক্রিকেট খেলে বিশ্বকাপ শেষে দুই সপ্তাহের ছুটিতে রয়েছেন টাইগাররা। এরপর প্রিমিয়ার লিগের মিশনে নামছেন তারা।। এ প্রসঙ্গে মাহমুদউল্লাহ আরও বলেন, ‘হ্যাঁ কিছুটা রিল্যাক্স। কারণ গত কয়েক মাস আমরা খেলার মধ্যে ছিলাম। দুই সপ্তাহের একটা বিরতি ছিলো। দুই সপ্তাহ পর আজ আমি প্রথম অনুশীলন শুরু করলাম। সামনে যেহেতু প্রিমিয়ার লিগ, সামনে যেহেতু বেশ বড় মৌসুম আছে ফিট থাকতে হবে, ভালো খেলতে হবে।’
আরটি/আইএইচএস/আরআইপি