দিল্লির উদ্দেশ্যে রাষ্ট্রপতির ঢাকা ত্যাগ
দিল্লি সফরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বৃহস্পতিবার বেলা পৌনে ১১টায় বাংলাদেশ বিমানের একটি ‘ভিআইপি’ ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।
এই সফরে রাষ্ট্রপতি দিল্লি ছাড়াও আগ্রা, জয়পুর ও কলকাতায় যাওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপতির সফর সঙ্গী হিসেবে স্ত্রী রাশিদা খানম ছাড়াও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও রয়েছেন।
ঢাকা ত্যাগের আগে বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, তিন বাহিনীর প্রধান ও ডিপ্লোমেটিক কোরের ডিন।
উল্লেখ্য, গত মে মাসে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে ভারত সফরের আমন্ত্রণ জানান সেদেশের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম বলেন, রাষ্ট্রপতি তার ভারত সফরে প্রণব মুখার্জি ছাড়াও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারি, লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, রাজ্যসভায় বিরোধী দলীয় নেতা গোলাম নবী আজাদের সঙ্গে বৈঠক করবেন।