লংকানদের প্রধান নির্বাচক হলেন জয়সুরিয়া


প্রকাশিত: ০৭:৩২ এএম, ১২ এপ্রিল ২০১৬

আবারো শ্রীলঙ্কা ক্রিকেট দলের প্রধান নির্বাচক হতে যাচ্ছেন জয়সুরিয়া। লংকান ক্রিকেট বোর্ড মৌখিক ভাবে জয়সুরিয়াকে প্রধান নির্বাচক ঘোষণা করেছে। এর আগে এ পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল।

লঙ্কান ভাইস প্রেসিডেন্ট মোহান ডি সিলভা জানান, জয়সুরিয়ার সঙ্গে নির্বাচক কমিটিতে আরও থাকছেন, সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান রোমেশ কালুভিতারানা ও সাবেক অফস্পিনার রঞ্জিত মাদুরাসিংহা।
 
এখন দেশটির ক্রীড়া মন্ত্রীর অফিসিয়ালি ঘোষণার জন্য বোর্ড অপেক্ষা করছে। লঙ্কান সাবেক ব্যাটিং কিংবদন্তি জয়সুরিয়া, আরবিন্দ ডি সিলভার স্থলাভিষিক্ত হলেন। ডি সিলভা সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে দুই মাসের জন্য নির্বাচক প্রধান ছিলেন। আর জয়সুরিয়ার মেয়াদ ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত হতে পারে।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।