টি-টোয়েন্টিতে ব্রাভোর তিনশ


প্রকাশিত: ০৭:৩০ এএম, ১২ এপ্রিল ২০১৬

বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে সব ধরনের টি-টোয়েন্টি ক্রিকেটে ৩০০ উইকেটের মালিক হলেন ব্রাভো। সোমবার নিজেদের প্রথম ম্যাচে কিংস ইলেভন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে ৪ উইকেট তুলে নেওয়ার পর টি-টোয়েন্টি-তে এখন ব্রাভোর উইকেট সংখ্যা ৩০২।

ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে বিশ্বের বিভিন্ন লিগে খেলেন ব্রাভো। স্লোয়ার থেকে ইয়ার্কার, বোলিং বৈচিত্রের জন্যই ব্রাভোর এই সাফল্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শুধু উইকেটের বিচারে নয় কম রান দেওয়ার ব্যাপারেও বেশ দক্ষ ব্রাভো। এই তালিকায় ব্রাভোর ঠিক পিছনেই আছেন শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা (২৯৯), পাকিস্তানের ইয়াসির আরাফাত (২৭৭)।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।