সাকিব-তামিম ‘দ্বৈরথ’ নিয়ে মাথাব্যথা নেই দুই কোচের
সাকিব অধিনায়ক নন। রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। তারপরও ভক্ত-সমর্থকদের কাছে রংপুর রাইডার্স মানেই সাকিবের দল। সে কারণেই বলা হচ্ছে কে জিতবে সাকিবের রংপুর? নাকি তামিমের বরিশাল? বুধবার রাতে মিলবে এ প্রশ্নের উত্তর।
সাকিব-তামিম লড়াইটি এখন সব কিছু ছাপিয়ে টক অব দ্য বিপিএল হয়ে গেছে। তবে শুনে অবাক হবেন যে, দুই দলের কোচদের কাছে সাকিব-তামিম দ্বৈরথ নিয়ে কোনোই মাথাব্যথা নেই। তারা এটাকে সেভাবে দেখতেও চান না।
আজ মঙ্গলবার সাকিব আর তামিম লড়াই নিয়ে প্রশ্ন করা হলে বরিশাল কোচ মিজানুর রহমান বাবুল এবং রংপুর কোচ সোহেল ইসলাম প্রায় একই সুরে কথা বলেছেন।
বাবুলের কথা, ‘আমরা আমাদের নিজেদের খেলাটাই উপভোগ করার চেষ্টা করি। তখন আমরা সাকিব বা তামিমের জিনিসটা মাথায় আনি না। যে দলে কাজ করি, সেই দলের কথাই ভাবি। আমি চাই তামিম সেরা ক্রিকেট খেলুক, আমার দল জিতুক। তখন এটাই উপভোগ করি। মাঠের পারফরম্যান্স উপভোগ করি। ’
বরিশাল কোচ বাবুল যোগ করেন, ‘ভাই বল টু বল খেলা হয়। তামিম যখন ব্যাট করে, তখন দেখে না কে বল করছে। বল দেখে খেলে। ক্রিকেট খেলা চেহারা দেখে হয় না। ’
তবে মাঠের খেলায় দু’জনের দ্বৈরথ নিয়ে না ভাবলেও বাবুল চান তামিম ও সাকিব ইস্যুতে একটা স্থিতি আসুক। তাই মুখে এমন কথা, ‘ইদানীং খুবই দেখছি সাকিব-তামিম নিয়ে কথা-বার্তা চলছে। ব্যাপারটা স্বাভাবিক জায়গায় আসলে মনে হয় ভালো হয়। দুজন বাংলাদেশের সেরা খেলোয়াড়। দুইজন দুই দলে, দুজনই চাইবে যার যার দলকে জেতাতে। ’
অন্যদিকে রংপুরের কোচ সোহেল ইসলাম সরাসরি বলে দেন, সাকিব ও তামিমের ব্যক্তিগত ইস্যু নিয়ে তিনি মাথা ঘামান না। তার কাছে এটা তেমন কোন ইস্যুই না। তিনিও প্রতিপক্ষ বরিশাল কোচের ভাষায় বলেন, ‘ব্যক্তিগত ইস্যু নিয়ে আমার আসলে বলার কিছু নেই। আমি আমার দল নিয়ে চিন্তা করি। প্রতিপক্ষ দলে যারা আছে তারাও দলের অংশ। তাদের নিয়েও ভাবতে হয়। ভাবছি। আমি আসলে নিজ দলের পারফরম্যান্স, দলের প্লেয়ার, এগুলো নিয়েই চিন্তা করি। ব্যক্তিগত ইস্যু নিয়ে চিন্তার কোনো অপশন নাই।’
এআরবি/আইএইচএস/