পাঞ্জাবকে উড়িয়ে গুজরাটের শুভ সূচনা


প্রকাশিত: ০৭:২৮ পিএম, ১১ এপ্রিল ২০১৬

জয় দিয়েই আইপিএলে যাত্রা শুরু করলো নতুন দল গুজরাট লায়ন্স। অ্যারোন ফিঞ্চের ঝড়ো ব্যাটিংয়ে কিং ইলেভেন পাঞ্জাবকে ৫ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে সুরেশ রায়নার দল। পাঞ্জাবের দেয়া ১৬২ রানের টার্গেটে ব্যাট করতে ১৪ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় গুজরাট।

৪৭ বলে ৭৪ রান করেন ফিঞ্চ। ১০টি চারে সাজানো ছিল তার ইনিংস। ২৬ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন দিনেশ কার্তিক। এছাড়া সুরেশ রায়না ৯ বলে দুই ছক্কায় ২০ রান করে আউট হন। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ফিঞ্চ।

এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে গুজরাট লায়ন্সের বিপক্ষে ৬ উইকেট হারিয়ে ১৬১ রানের লড়াকু স্কোর গড়ে তোলে পাঞ্জাব। ওপেনার মুরালি বিজয় ৩৪ বলে করেন ৪২ রান। ম্যানন ভোরা করেন ২৩ বলে ৩৮ রান।

মূলত এ দু’জনের ৭৮ রানের জুটিই প্রীতি জিনতার দলকে নিয়ে যায় সম্মানজনক স্কোরে। এছাড়া মার্কাস স্টোইনিজ ২২ বলে ৩৩, ঋদ্ধিমান সাহা ২০ এবং অধিনায়ক ডেভিড মিলার করেন ১৫ রান।

ক্যারিবীয় চ্যাম্পিয়ন দলের অলরাউন্ডার ডোয়াইন ব্র্যাভো ২২ রান দিয়ে একাই নেন ৪ উইকেট। ২ উইকেট নেন রবিন্দ্র জাদেজা।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।